আদাব / নমস্কার। সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকের পোস্টের বিষয়!! Airtel তাদের গ্রাহকদের বিনামূল্যে গান শোনার সুযোগ দেয় যা Airtel Yonder Music নামক এ্যাপেএ পাওয়া যায়। কিন্তু তারা এ্যাপটি Android Version 5.0 বা তার উপরের ভার্শনের জন্য উন্মুক্ত করেছে। আমরা অনেকে এখনো পুরাতন ভার্শন জেলিবীনেই পড়ে আছি তাই এই বিশেষ সুবিধাটি উপভোগ করতে পারি না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম Airtel Younder Music for Jellybean !!
আপনারা চাইলে আমার সামান্য ইডিট করা ভার্শনটি ডাউনলোড করতে পারেন।
আমার মোবাইলের ভার্শন Jellybean 512MB RAM এবং আমি খুব ভালোভাবেই গান শুনতে পারি। নিচে কিছু স্ক্রিনশট দেওয়া হলো সবাই দেখে নিন!!
আপনারা কি কেউ ধামরাই, ঢাকা থেকে ট্রিকবিডি ভিসিট করেন?? ধামরাইয়ের কেউ থাকলে আমাকে একটু জানাইয়েন।
কারো কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতোখন কষ্ট করে পড়ার জন্য।
ধন্যবাদ Skp2,আলামিন ভাই এবং অন্যান্য ভাই, যারা আমাকে সুন্দর বাটন গুলো যুক্ত করা শিখিয়েছেন।।
ফেইসবুকে আমি :
“শিক্ষকের স্বার্থকতা পাঠদান করায় নয়, পাঠ গ্রহণযোগ্য করায়। ”