Site icon Trickbd.com

এয়ারটেলের ২৯ টাকার চরম একটি বান্ডেল অফার। মাত্র ২৯ টাকাতেই পাবেন মিনিট, ইন্টারনেট এবং এস.এম.এস সবকিছু


আশা করি সবাই ভাল আছেন, অনেক দিন পর ট্রিকবিডিতে লিখছি, সামনে এইচ.এস.সি পরিক্ষা দোআ করবেন সবাই। পরিক্ষার কারনে ট্রিকবিডিতে খুব কম আসা হয়। এখন কাজের কথাই আসি, রিসেন্টলি এয়ারটেল খুব ভাল ভাল অফার দিচ্ছে, এর মাঝে একটা ভাল অফার হলো ২৯ টাকার এই বান্ডেলটি। ২৯ টাকা রিচার্জ করলে যা যা পাবেন :
১. ৯৫ মিনিট বা ১ ঘন্টা ৩৫ মিনিট এয়ারটেল – এয়ারটেল টকটাইম যা ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা ই এবং চ্যক করতে ডায়াল : *৭৭৮*২৫২৫# বা *৭৭৮*৫৫৫৫#
২. ২৫০ এমবি ইন্টারনেট যা ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা ই এবং চ্যক করতে ডায়াল : *৮৪৪৪*৮৮#
৩. ১০০ এয়ারটেল – এয়ারটেল এস.এম.এস এবং চ্যক করতে মিনিটের কোড টি ডায়াল করলে ই হবে। মিনিট, এস.এম.এস দুটি একসাথে ই দেখায়।
বি: দ্র: মিনিট,ইন্টারনেট এবং এস.এম.এস সবগুলোর মেয়াদ ই ৭ দিন । অফারটির কোন কোড নেয় ২৯ টাকা রিচার্জে সরাসরি চালু হবে, আপনার সিমে ম্যাসেজ আসলে এই অফারটি পাবেন । রিচার্জের টাকা ব্যলেন্স এ যোগ হবেনা।