Site icon Trickbd.com

Anonytun version 8.2 এয়ারটেল ফ্রি নেট ইউজারদের জন্য। (এটা ছাড়া ফ্রি নেট চলবে না)

Unnamed

আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আবার একটা পোস্ট করার জন্য ট্রিকবিডিতে আসলাম।

তো আশা করি সবাই ভালই আছেন। আজকে কোনো টিউটোরিয়াল না যাস্ট একটা অ্যাপ এর নতুন ভারসন নিয়ে আসলাম, আমরা যারা ফেসবুকের এমবি দিয়ে এয়ারটেল ফ্রি নেট চালাতাম anonytun app দিয়ে।
আজ সকালেই তারা নতুন ভার্সন বের করছে আর পুরাতন ভারসন টি অকেজু করে দিয়েছে।
তো আমি ওই অ্যাপ টিকেই নিয়ে আসলাম।
কিছু স্ক্রিনশটঃ



তো আমি অ্যাপ টির লিংক এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে নিয়ে নিন।

তো পোস্ট এইটুকুই।
সবাই ভাল থাকবেন ট্রিকবিডির পাশেই থাকবেন।
আর হা বিভিন্ন ফ্রি নেট ও গেমস ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।
চ্যানেলঃ TipTop BD