Site icon Trickbd.com

নিজের নাম্বার গোপন রেখে প্রিয়জনের কাছে এসএমএস পাঠিয়ে চমকিয়ে দিন। 

Unnamed

সসালামু আলাইকুম।

নিজের নাম্বার গোপন রেখে প্রিয়জনের কাছে এসএমএস পাঠিয়ে চমকিয়ে দিন। 

আজ নতুন একটা আর্টিকেল নিয়ে হাজির হলাম, আশা করি সবার উপকারে আসবে।

আপনারা এখন থেকে নিজের নাম্বার গোপন রেখে, বন্ধুদের কাছে এসএমএস পাঠিয়ে মজা নিতে পারে।।

তবে একটা রিকুয়েস্ট কেউ খারাপ কাজে এই ম্যাসেজ সিস্টেম ব্যবহার করবেন না।

জানিয়ে রাখি যদি কেউ এই এসএমএসের মাধ্যমে কাউকে ইভটিজিং করেন, তবে সে কিন্তু আপনাকে সহজেই বের করে ফেলতে পারবে।

এটা শুধু জাস্ট মজা করার জন্য, ব্যবহার করতে পারেন।

যাইহোক আশা করি ভালো কাজেই প্রয়োগ করবেন।

১. প্রথমে   এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন

এবং চিত্রের মতো পেজ আসবে এখানে আপনি আপনার নাম্বার দিয়ে √ চিহ্ন দিয়ে রেজিস্ট্রার এ ক্লিক করবেন।

২. এরপর আপনার ফোন নাম্বারে পাসওয়ার্ড সেন্ড করে দিবে। এরপর নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইইন করুন।  

৩.  এরপর থ্রিডটে ক্লিক করুন। 

৪. এরপর সেন্ড এসএমএস ক্লিক করুন। 

৫. এরপর ১ম বক্সে মেসেজ লিখুন এরপর দ্বিতীয় বক্সে নাম্বার দিন

৬. এরপর সেন্ড এ ক্লিক করুন। 

৭. এবার ইয়েস ক্লিক করুন। 

৮. দেখুন,  সাকসেস দেখাচ্ছে। 

৯. দেখুন এসএমএস চলে এসেছে। 

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com