Site icon Trickbd.com

রবি এবং এয়ারটেল এ ফ্রী নেট চালাতে আগ্রহী রা দেখুন

Unnamed

প্রিয় পাঠবৃন্দ। ফ্রীনেট এর সেই স্বর্ণালী যুগ চলে গিয়েছে সেই ২০১৭ সালে। অনেক খোঁজাখুজির পর আপনাদের জন্য কিছু একটা নিয়ে এসেছি। আশা করছি সামান্য হলেও উপকারে আসবে। আজকের এই পোস্টটি কাদের জন্য——-
১) যাদের বাসায় WiFi নাই।
২) যারা প্রচুর টাকা খরচ করেন এমবি কিনতে
৩) যারা অনেক ফাইল ডাউনলোড করেন বা মিডিয়া consume করেন
৪) যারা রবি এয়ারটেল সিম এ এমবি কিনেন কিন্তু ওই এমবি দিয়ে শুধু zoom r Skype চলে
৫) যারা ফোন এ এমবি কিনে পিসি তে চালান। ফলে অনেক এমবি খায় পিসি
সর্বোপরি এই পোস্টটি আপনার ইন্টারনেট খরচ কমাতে সাহায্য করবে। আপনারা এই পদ্ধতিতে আগেও নেট চালিয়েছিলেন।এর একটি সমস্যা ছিল, network স্লো এবং লিমিট নিয়ে ঝামেলা,কনফিগ ফাইল এর ঝামেলা, কিংবা ssh আইডি খুলার ঝামেলা।ভয়ের কোন কারণ নেই, আজকে সব সমস্যার সমাধান হবে।চলুন শুরু করি। প্রথমে একটি সাশ্রয়ী দামের প্যাক কিনুন। ভয় পেলে ছোট প্যাক কিনে টেস্ট করতে পারেন।
রবি তে যেগুলা কিনতে পারেন……..
1)12GB[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-100TK-7 days-My Robi
2)50GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-400tk-30 days-My Robi
3)40GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-260tk-30 days-*123*260# চেপে এর পর 1 দিয়ে রিপ্লাই
*****আমার মতে 3 নাম্বারটা বেস্ট।আমি নিজেও এটা চালাই। 1GB এর দাম পরে 6.5 টাকা

এয়ারটেল এ যেগুলা কিনতে পারেন……..
1)1GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-20tk-3days-My Airtel
2)4GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-50tk-7days-MY Airtel
3)20GB-[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-180TK-30 days-My Airtel
1,2,3 নম্বর প্যাক এ ২০০ এমবি করে ফ্রী পাবেন

4)50GB[Zoom, Skype,Team, Google meet, Google classroom]-400tk-30days-My Airtel
আসুন দেখে নেই কিভাবে খুব সহজে এমবি গুলো দিয়ে সব কিছু চালাবো। প্রথমে এই অ্যাপ টি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করুন।HA Tunnel plus
এর পর নিচের স্ক্রীন শর্ট গুলো ফলো করুন।











এভাবে আপনারা চালাতে থাকুন ফুল স্পীড এ। স্পীড কেমন হবে এটা নিয়ে আমি কিছু বলার প্রয়োজন নাই। আপনারা practically চালাই এর পর বুঝবেন।
বোনাস ইনফরমেশন
১)VPN টি অনেকেই ফ্রী নেট ছাড়াও ইউজ করে। কিভাবে?4 নম্বর স্ক্রীন শর্ট এর ওইখানে Custom Set-up ওপেন না করেই স্টার্ট বাটন এ ক্লিক করুন। এটার গেমিং সার্ভার দিয়ে গেম খেলার মজাই আলাদা।অনেক লো পিং এ খেলা যায়।
২) যারা HA Tunnel plus এর সেটিং টা করতে পারবেন না। একদম ই নতুন। তারা কি করবেন? তারাPsiphon Pro লিংক থেকে psiphon pro VPN টা ইনস্টল করে শুধু কানেক্ট করুন। তবে স্পীড কম পাবেন।
৩) কিভাবে যে কোনো সোশ্যাল প্যাক দিয়ে সব কিছু চালাবেন? একদম সিম্পল।ধরুন আপনি My Airtel থেকে ১২ টাকায় ১ জিবি Facebook Instagram এর এমবি কিনলেন। ভাবতেসেন যদি Facebook Instagram সহ অন্য সব কিছু চলতো। হ্যা, অবশ্যই চলবে।7 নম্বর স্ক্রীন শর্ট এ www.zoom.us এর জায়গায় www.instagram.com বসিয়ে দিন। এবার স্টার্ট বাটন এ ক্লিক করুন আর চালাতে থাকুন মনের সুখে। ধরুন আপনি Tiktok/LiKEE এর এমবি নিলেন। কিভাবে সব কিছু চালাবেন? আশাকরি এতক্ষনে বুঝতে পেরে গেছেন।তবুও আমি লিংক দুটি দিয়ে দিচ্ছি
www.tiktok.com
www.likee.com
এদের যেকোনো টি 7 নম্বর স্ক্রীন শট এর বক্স এ বসিয়ে স্টার্ট দিন। ব্যাস শেষ।
যারা পিসি তে চালাতে চান তারা bluestack,Andy diye চালাতে পারবেন
[বিদ্র:এই লেখাটি আমি লিখলেও এর কোনো copyright নেই। যেখানে খুশি share করতে পারেন। নিজের নামে চালাতে পারেন।400 টাকায় 50জিবি এর প্যাক টি আগে 300 টাকা ছিল। পরে দাম বেড়ে গিয়েছিল।260 টাকায় 40 জিবি এর প্যাক টির ও দাম বাড়িয়ে দিবে যদি তাদের চোখে এই পোস্ট টি পরে। অথবা প্যাক বন্ধ করে দিতে পারে। কিন্তু তারা VPN ব্লক করতে পারবে না। কারন এইখানে অনেক website চলে।
www.zoom.us
www.skype.com
classroom.google.com
www.microsoft.com
meet.google.com
এতগুলো website তারা বন্ধ করতে পারবে না। আর কেউ শুধু Facebook প্যাক কিনে ট্রাই করবেন না।সব অপারেট এ Facebook দিয়ে VPN চালানো ব্লক করা আছে।শুধু what’s app প্যাক ও কিনবেন না। চেষ্টা করবেন যাতে একাধিক website চলার প্যাক কিনতে। তবে শুধু YouTube প্যাক কিনে সব চালাতে পারবেন। এর কোনো কিছু জানার তাহলে কমেন্ট বক্স তো খোলা আছেই আপনাদের জন্য।আমি সাহায্য করবো। জিপির biposcope এমবি দিয়ে চলবে না।Bamglalink এর Toffe ইউজার রা নিজ দায়িত্বে ট্রাই করবেন। আমি সেটা ট্রাই করি নাই]

স্ক্রিন শর্ট এ কিছু বানান ভুল হয়েছে।আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।