News : 13 July 2022
Server problem, first 1-2 minutes running!
আশা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। ফ্রি ইন্টারনেট , আমাদের খুবই পছন্দের একটি বিষয় । আসলে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে কার’ই বা ভালো না লাগে ? তো আজকের পোস্টে আমি দেখাবো , কিভাবে আপনি খুব সহজেই ঝামেলা ছাড়া ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারেন । আমরা একটি ভিপিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করব । অ্যাপটি প্লে স্টোরে এসেছে মাত্র কিছুদিন হলো , তাই ব্যবহারকারীও কম , স্পিডও পাবেন ভালো । এই ফ্রি ইন্টারনেট সম্পর্কে আমার মনে হয় আমিই প্রথম সবাইকে জানাচ্ছি , ইউটিউব বলুন বা ট্রিকবিডি ।
তো , আর অতিরিক্ত কথা না বলে চলুন কাজ শুরু করা যাক !
প্রথমে , আপনাকে ডাউনলোড করতে হবে WIRE TUN নামক একটি অ্যাপ্লিকেশন !
ডাউনলোড হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন এবং কনফিগ ফাইল / সার্ভার লিস্ট লোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন ।
( প্রথমবার , অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই মোবাইলে ডাটা এবং ডাটা কানেকশন দরকার হবে । )
ব্যস , অ্যাপের নিচের দিকে থাকা ‘নট কানেক্টেড’ অপশনে ক্লিক করুন !
সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই কানেক্ট হয়ে যাবে (সর্বোচ্চ ১৫ সেকেন্ডের মধ্যে ) । এবারে আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারেন ।
একটা বিজ্ঞাপন দেখে আরো ৩০ মিনিট যোগ করে নিতে পারেন । ( এই বিজ্ঞাপনটিও কিন্তু ফ্রি ইন্টারনেটের মাধ্যমে লোড হবে ।)
এবার দেখুন ইন্টারনেট স্পিড ! (রাত আটটার পরে , এখন ইন্টারনেট স্পিড এমনিতেই কম থাকার কথা । )
ইন্টারনেট স্পিড ( সকাল বেলা , ছয়টার পরে )
কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
- এয়ারটেল সিম হলে , সিমে টাকা রেখেও ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । এজন্যে , ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৮৪৪৪*৯৯৯৯# । দশ বছরের জন্য এমবি না থাকলে টাকা কাটা বন্ধ ।
- গ্রামীণফোন, বাংলালিংক, রবি ইউজার হলে ফোনে টাকা বা এমবি রাখবেন না ।
- কোন প্রকার সমস্যা হলে ফোনের ফ্লাইট মোড অন/অফ করে দেখতে পারেন । তাছাড়া অ্যাপটিকে ফোর্স স্টপ করেও দেখতে পারেন ।
- তবুও সমস্যা হলে , সিমের ‘এক্সেস পয়েন্ট নেম’ সেটিংস অপশনটি চেক করে নিবেন ।
- গ্রামে ইন্টারনেট এমনিতে ভালো না , সুবিধাজনক জায়গায় থাকলে আশা করি ভালোভাবে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন ।
- অনুপ্রেরণার অভাবে ট্রিকবিডিতে পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম , তবুও অনেকদিন পর একটা পোস্ট করলাম , দেখি কি হয় !
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন । আপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়।
” সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো – ‘তুমি কিছুই জানো না’ এটা জানা ! “
– সক্রেটিস , গ্রিক দার্শনিক ।