Site icon Trickbd.com

এয়ারটেলের আড্ডা পেকেজে মতে থাকতে হলে এই অফারটি Active করেন।

Unnamed

আপনি সেই, যে কাছের বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন। আপনি একঘেয়েমি দূর করতে পছন্দ করেন ইন্টারনেট ব্যবহার করতে এবং সর্বক্ষণই ফোনে থাকতে। ‘আড্ডা’ আপনাকে দিচ্ছে সর্বাধিক এফএনএফ করার সুবিধা এবং চমৎকার কলরেট।

‘আড্ডা’ প্যাকেজটি ব্যবহার করতে হলে,

টাইপ করো ‘A’ অথবা ‘Na’ এবং পাঠিয়ে দাও 7353 অথবা তোমার ৮ টি এফএনএফ(যেকোন অপারেটরে) সিলেক্ট করতে ডায়াল করো *121*81#
এফএনএফ নাম্বার যোগ করার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৪১# অথবা এসএমএস করতে হবে “ADD ০১৬XXXXXXXX” (কাঙ্ক্ষিত এফএনএফ নাম্বার ) লিখে ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)

এফএনএফ নাম্বার বাদ দেয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৪২# অথবা এসএমএস করতে হবে ” DELETE ০১৬XXXXXXXX” (এফএনএফ নাম্বার ) লিখে ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)