আসসালামু আলাইকুম।
বর্তমানে কম-বেশি সবাই জেনে গিয়েছেন ফ্রী ইন্টারনেটের কথা। সবার মুখে এখন একটাই প্রশ্ন যে কিভাবে ফ্রী ইন্টারনেট চালাবো!
আবার অনেকে ফ্রী ইন্টারনেট চালাতে পারছে ঠিকই কিন্ত আশানুরূপ স্পিড পাচ্ছে না।
তো চলুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের দারুন একটা ভিপিএন এর সাথে পরিচয় করিয়ে দেই যেটা ইউজ করে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট তো চালাতে পারবেনই সাথে থাকছে দুর্দান্ত গতির ইন্টারনেট স্পিড!
প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিপিএনটি ডাউনলোড করবেন। তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “R CODE VPN”। এরপর নিচের দেয়া স্ক্রিনশটে যেই ভিপিএনটি দেখতে পারছেন ঠিক ওইটাই ডাউনলোড করুন!
আপনাদের সুবিধার্থে আমি ভিপিএনটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিচ্ছি।
এখন ভিপিএন অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর যা যা পারমিশন চাইবে সেগুলো অ্যালাউ করে দিন।
তারপর নিচের দেয়া স্ক্রিনশটের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন “START” লেখার ঠিক উপরে কিছু মোড দেখতে পাচ্ছেন রাইট? ওখান থেকে “UDP/UDP PRO” সিলেক্ট করুন। বেটার হবে “UDP PRO” ইউজ করুন, ভালো স্পিড পাবেন।
তারপর উপরে একটা পতাকা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখুন।
এখানে ক্লিক করার পর অনেকগুলো সার্ভার দেখতে পাবেন তবে তার মধ্যে শুধু “Singapore/India” এই দুটো সার্ভারে ভালো স্পিড পাবেন। দুটি কান্ট্রির যেকোনো একটি সার্ভার ওখান থেকে সিলেক্ট করুন।
এখন নিচের দেয়া “START” বাটনে ক্লিক করলেই ভিপিএনটি কানেক্টেড হয়ে যাবে। এখন আপনার সিমে কোনো প্রকার ডাটা বা ব্যালেন্স না থাকলেও আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন।
এটা আমি শুধু রবি, এয়ারটেল, জিপি আর স্কিটো সিমে টেস্ট করেছি, বাকি সিমগুলোতে কাজ করবে কিনা সেটা আপনাকেই ট্রাই করে দেখতে হবে।
আর হ্যা, নিচের স্ক্রিনশটে খেয়াল করলে দেখতে পাবেন নিচে একটা সময় শো করতেছে।
এই সময় শেষ হয়ে গেলে ভিপিএনটি কানেক্ট হবেনা। সাইডের ওই বাটনে ক্লিক করে আপনি ৩০ সেকেন্ডের অ্যাড দেখলেই ২ ঘন্টার মতো সময় এখানে অ্যাড হয়ে যাবে।
এভাবে কিছুক্ষণ পরপর অ্যাড দেখে সময় বাড়িয়ে নিতে পারবেন। তাহলে আশা করি আপনার আর কোনো সমস্যা হবেনা।
মাঝেমধ্যে অ্যাড লোড হতে টাইম নেয়, অপেক্ষা করে বারবার ট্রাই করবেন তাহলে অবশ্যই অ্যাড আসবে। ফোনে কোনো অ্যাডব্লকার ইউজ করে থাকলে সেটা অফ করে নিবেন।
এরকম আরো ফ্রী ইন্টারনেট ট্রিকসহ দারুন সব ট্রিকস পেতে এখনি জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
সর্বদা ট্রিকবিডির সাথেই থাকবেন, ধন্যবাদ!