Site icon Trickbd.com

আবারোও 3G Speed এ এয়ারটেল ফ্রি নেট চালান UC Browser দিয়ে । একেবারে ফ্রেশ CGI , Java & Symbian এর জন্য আপডেট [18.10.15]

Unnamed

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন?? আশা করি ভালই আছেন। আজ অনেক দিন পর Airtel এর ফ্রি নেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ।

আর কথা বাড়াবো না এবার আসল কাজে আসি ।

**প্রথমেই একটা নেট প্যাকেজ নিয়ে নিন আমি সাজেস্ট করবো ১০.৩৫ টাকাই ৩০ এম্বি ৩ জি ডাঁটার পাকেজ টা কারণ এটি দিয়ে ১ মাস ফ্রি চলবে..

এবার জাভা ব্যাবহারকারীরা নিচের Prov ফাইলটা ডাউনলোড করে নিন ।

Airtel 3G.prov

এবার সিম্বিয়ান ব্যবহার কারীরা নিচ থেকে .txt ফাইল ডাউনলোড করে একটা Configaration তৈরী করুন…

Airtel 3G Free Net.txt

এবার জাভা ও সিম্বিয়ান ব্যবহারকারিরা নিচ থেকে UC Browser ডাউনলোড করুন

Airtel 3G UC Browser Mod.jar

**ডাউনলোড করা শেষ হলে আর কিছু করা লাগবে না শুধু ইনস্টল করেন!

ব্যাস কাজ শেষ ।

**ডাউনলোড এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, যখন ‘Download Notice’ Page আসবে তখন # তাঁরপর 4 চাপবেন তাঁরপর ২ টা বক্স আসবে ২য় বক্স থেকে লিঙ্কটা কপি করবেন, Downloads > New Task এ গিয়ে ঐ কপি করা লিঙ্কটা পেস্ট করবেন,শুধু সামনের http:// টা কেটে ওকে করবেন,ব্যাস ডাউনলোড স্টার্ট করে দিন….

আর সুপার স্পিডে 70 এমবি লিমিটে ঝাপিয়ে পড়ুন এয়ারটেল ফ্রি নেটে।।