Site icon Trickbd.com

৯০০ ফুট উঁচু থেকে পড়েও অক্ষত ফোন

Unnamed

৯০০ ফুট উচ্চতা থেকে পড়েও
অক্ষত রইলো স্মার্টফোন। এটি যে সে
ফোন নয়। মটোরোলোর ফোন।
শক্তপোক্ত এই ফোনটির মডেল ড্রয়েড
টার্বো টু’।

সম্প্রতি মটোরোলার ‘ড্রয়েড টার্বো
টু’-এর একটি পরীক্ষা করা হল। ফোনের
ক্যামেরা অন করে ড্রোনের সঙ্গে
ঝুলিয়ে দেওয়া হল। ঠিক ৯০০ ফুট

উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া
হল ফোনটিকে। তারপর যা দেখতে
পাওয়া যায় তা অবিশ্বাস্য।


ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম,
২১ মেগাপিক্সেল ক্যামেরা,
স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর সহ আরও
অনেক ফিচার বর্তমান।

ফোনটির স্ক্রিন তৈরি করা হয়েছে
৫টি ফ্লেক্সিবেল প্লাস্টিক লেয়ার
দিয়ে। সব থেকে ওপরে থাকা
অ্যামোলিড প্যানেল ফোনের
বডিকে সুরক্ষা করতে কাজে লাগে।
এই পরীক্ষার পর শুধুমাত্র উপরের স্তরে

একটু স্ক্র্যাচের দাগ ছাড়া আর কোনও
ক্ষতি লক্ষ্য করা যায়নি ফোনটিতে।

এরকম আরও ফোনের দারুন দারুন খবর ও তাজা ফোনের খবর পেতে এখানে