Site icon Trickbd.com

৮ জিবি র্যামের ফোন আনছে স্যামসাং

Unnamed

এই প্রথম স্মার্টফোনে আসছে ৮ জিবি র্যাম।
ফোনটি আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি
নোট ৬ । এ বছরের তৃতীয় প্রান্তিকে ফোনটি
বাজারে আসার কথা রয়েছে।
গ্যালাক্সি নোট ৬ এ থাকছে কোয়ালকমের
স্ন্যাপড্রাগন ৮২৩ প্রসেসর। ফোনটিতে চারটি
কিরইয়ো কোর থাকছে। প্রসেসরের ক্লক স্পিড
হবে ২.৬ গিগাহার্জ।

এটির ডিসপ্লে হবে কোয়াড এইচডি। ফোনটি
অ্যানড্রয়েডের হালনাগাদ ভার্সন অ্যানড্রয়েড
এন অপারেটিং সিস্টেম চালিত হবে। ফোনটিতে
অ্যাড্রিনো ৫৩০ জিপিইউ থাকবে।
স্যামসাংয়ের নতুন ফোনটির বিল্টইন মেমোরি
থাকছে ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের
মাধ্যমে তা ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির ব্যাটারি হবে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার
আওয়ারের। ফোনটির দরদাম কেমন হবে সে
সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সবার কাছে অনুরোধ রইল আমার সাইটে একটু ঘুরে আসবেনPostMela.Com

ফেসবুকে আমি