আজকাল বাজারে কপিফোনের ছড়াছড়ি।
উফ্ফ বাবা, ফেসবুকে তো ঢোকাই যায়না News Feed এ বিভিন্ন পেজে লোভনীয় অফার – Iphone 6 plus China Copy মাত্র – 5990 টাকায়, Samsung Galaxy s6 Corean Super Copy মাত্র – 6250 টাকায় ইত্যাদি ইত্যাদি।
কপিফোন আসলে কি?
.
সহজ ভাষায় বলতে গেলে ডুপ্লিকেট ফোন, কিন্তু দেখতে একদম অরিজিনাল এর মতই। আপনাকে একটা অরিজিনাল এবং একটা কপি Iphone এনে দিলে সহজে অালাদা করতে পারবেননা।
কপি ফোনকে কেউ কেউ আবার Replica / Clone ও বলে থাকেন।
.
.
এতো কমদামে অবিকল ফোন তৈরি করে কিভাবে?
.
একদম সোজা! যত নিম্নমানের পার্টস আছে সব পাবেন কপিফোনে। তাহলে সেটা তৈরি করতে আর কত টাকাই খরচ হয়?
.
.
কপিফোন এবং অরিজিনাল ফোনের মধ্যে পার্থক্য কি?
.
Iphone 6 plus Copy Features –
Version – Lollipop 5.1 (জেলিবিনের থেকেও নিম্নমানের)
Back Camera – 8 mp (2 mp এর থেকেও ঘোলা)
Front Camera – 5 mp (VGA ক্যামেরার চেয়েও জঘন্য
Ram – 1 GB – (256 এমবি Ram এর ফোনও এর চাইতে ভালো)
.
ও হ্যা আরেকটা কথা তো বলাই হয়নাই।
2500 mgh ব্যাটারি। (wow)
খুশি হইয়েননা। এই দেখবেন 34% চার্জ আছে 2 মিনিট পরেই ফোন শাটডাউন মারবে।
.
এগুলা আমার বানানো কথা না। অনেক লোকের ব্যবহৃত এবং আমার স্বচোখে দেখা।
.
.
তাহলে কিভাবে চিনব ফোনটি আসল না কপি?
.
নিচের ছবিটা ভালো করে দেখুন। এটা Samsung Galaxy চেনার উপায়।
এবার আসুন সকল ফোন চেনার আসল উপায় জানি ।
ফোন থেকে *#06# ডায়াল করুন। (কল করতে হবেনা ,শুধু তুলুন)
এবার একটি IMEI নাম্বার আসবে ওটা নোট করুন।
এবার এই লিংকে প্রবেশ করুন।
দেখুন একটা বক্স আছে ওটাতে আপনার ফোনের IMEI নাম্বারটা দিয়ে CHECK এ ক্লিক করুন।
ব্যাস।
.
.
যদি আপনার ফোন সম্পর্কে ইনফরমেশন আসে (যেমন – Model Number, Build date etc. ) তাহলে বুঝবেন আপানার ফোনটি 100% অরিজিনাল।
আর যদি কোন ইনফরমেশন না আসে তাহলে বুঝবেন ফোনটি কপি।
.
.
তো! আজ এখানেই শেষ করলাম।
অন্য একদিন বলবো অনলাইন থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন কেনার ফল!
.
.
.
পোস্টটি প্রথম প্রকাশিত Riadrox ভাইয়ার সাইট RoxTrick.Com এ ।
.
.
.
Credit : OR Miraz
Me On fb – fb.com/or.miraz