এইচটিসি ডেজায়ার ৬২৮ স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম। ছবি : ম্যাক টেক ব্লগ
এইচটিসি ভিয়েতনামের ওয়েবসাইটে এইচটিসি ডেজায়ার ৬২৮ স্মার্টফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন অনেকটা ডেজায়ার ৮৩০-এর মতোই। তবে আকার, প্রসেসর ও ক্যামেরায় কিছুটা পার্থক্য রয়েছে।
এতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস), স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ২৯৪পিপিআই। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
এইচটিসি ডেজায়ার ৮৩০-এর স্ক্রিন ছিল ৫ দশমিক ৫ ইঞ্চির। এটি চলবে ৫ দশমিক ১ অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে।
এতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জের অক্টা-কোর এসওসি মিডিয়াটেক এমটি৬৭৫৩-এর সঙ্গে ৩ জিবি র্যাম। এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, যাতে রয়েছে এফ/২.০ অ্যাপার্চার। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ার ও ফ্রন্ট দুই ক্যামেরায় রয়েছে বিএসআই সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।
এর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এতে থাকছে ২২০০ এমএএইচ-এর ব্যাটারি। ফার্স্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে।
ফোরজি কানেক্টিভিটির এই স্মার্টফোনে থাকছে ওয়াই-ফাই, ব্লুটুথ। ভালো মানের শব্দের জন্য রয়েছে বুমসাউন্ড স্টেরিও সেটআপ।