∆ হ্যালিও এস২০ এডিসন গ্রুপের একটি
ফ্ল্যাগশিপ ফোন। অসাধারণ সব বৈশিষ্ট্য সহ ফোনটি বাজারে আসার আগেই গ্রাহকদের দৃষ্টি
কেড়েছে। অ্যানড্রয়েড ফোনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি প্রথম যার থ্রিডি টাচ রয়েছে। এই থ্রিডি টাচ সুবিধা আইফোনেও রয়েছে। এছাড়াও
ফোনটিতে রয়েছে ভিডিও এডিটিং
টুলস। যা দিয়ে মোবাইলে করা ভিডিও
অনায়াসে এডিট করা যাবে।
∆ ইতোমধ্যে ফোনটি কখন হাতে
পাওয়া যাবে বা কবে নাগাদ বাজারে
আসবে তা নিয়েও রয়েছে
অনেকের জিজ্ঞাসা। সব জল্পনা
কল্পনার অবসান ঘটিয়ে হ্যালিও এস২০
এর প্রি-বুকিং শুরু হয়েছে আজ
থেকে। এই প্রি-বুকিং চলবে ২৫ জুন
পর্যন্ত। ৫.৫ ইঞ্চি অ্যামোলিড ফুল এইচডি
রেজ্যুলিশন ১৯২০x ১০৮০ পিক্সেল।
১.৯৫ গিগাহার্জ ৬৪ বিট এর অক্টাকোর
প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি বিল্ট
ইন মেমোরি রয়েছে ফোনটিতে।
••অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো
যাবে। অ্যানড্রয়েড ৬.০ মার্শ
ম্যালো অপারেটিং সিস্টেমে
পরিচালিত হবে হ্যালিও এস২০।
ফিঙ্গারপ্রিন্ট সুবিধাসহ এই ফোনটি স্লিম
এবং হ্যান্ডি। 😀
∆ফোনটিতে ১৬ মেগা পিক্সেলের
রিয়ার এবং ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট
ক্যামেরা রয়েছে। ডিসপ্লে ফ্ল্যাশ
থাকায় অন্ধকারেও ভালো সেলফি
তোলা যাবে হ্যালিওর এই ফোনটিতে।
হ্যালিও এস ২০ তে রয়েছে ৩ হাজার
মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ফাস্ট
হতে সময় নেবে মাত্র ১ ঘন্টা ৪৫
মিনিট। চার্জিং পোর্ট হিসেবে ইউএসবি
সি পোর্ট ব্যবহার করা হয়েছে। ৩০
মিনিটে ফোনটিতে পাওয়া যাবে ৫০ শতাংশ চার্জ।
ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯০ টাকা।
ফোনটি প্রি-বুকিং দিতে কোন অগ্রীম টাকা পরিশোধ করতে হবে না। ফোনটি প্রি-বুকিং দেয়া যাবে পিকাবো ডট কমে । প্রি-বুক করলেই
মিলবে আকর্ষণীয় গিফট বক্স।