Site icon Trickbd.com

এবার স্মার্টফোনের কভারেই থাকবে কিবোর্ড৷

Unnamed

বাইরে থেকে দেখলে মনে হবে

যেন মোবাইল কভার। যেমনটা হয় আর কী! মোবাইল ডিসপ্লেকে বাঁচিয়ে রাখতে যেমন কভার পাওয়া যায়, ঠিক তেমনটাই। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন সেটি আসলে ওয়্যারলেস
কিবোর্ড। স্মার্টফোনে নতুন এই ওয়্যারলেস
কিবোর্ডই বর্তমানে হইচই ফেলে দিয়েছে।

নতুন প্রযু্ক্তির এই কিবোর্ড লঞ্চ করল ‘ওয়ানটুটাচ’। এই কিবোর্ড বাকি স্মার্টফোনের ফিচারের চেয়ে যে বেশ আলাদা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্মার্টফোনের ~জাংক~ কিবোর্ডের মতো নয় এই ওয়্যারলেস কিবোর্ড। একে দেখতে খানিকটা কম্পিউটার বা ল্যাপটপের কি বোর্ডের মতো। যদিও কম্পিউটারের মতো এই কিবোর্ড অতটা বড় নয়। স্যামাসং গ্যালাক্সি S6 এবং S7-এ এই ধরনের কিবোর্ড ব্যবহারের সুযোগ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে ধরনের স্মার্টফোনে NFC ফিচারস রয়েছে, সেই ফোনেই এই ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করা
যাবে। দেখে নিন এই দারুণ

কীবোর্ডটির ফিচারসমূহ :~


কমিউনিকেশন ইন্টারফেস:~ ISO/IEC

18092, 212kbps

প্যাসিভ মোড

কি-স্ট্রোক স্পিড:

১০০০ প্রতি মিনিট
রেসপন্স টাইম:~ ১৮ মিলিসেকেন্ড
সাইজ: উচ্চতা :~ ১৫৫ মিলিমিটার, প্রস্থ –
১৪৫.৫ মিলিমিটার, ঘনত্ব – ২.৫ মিলিমিটার
মেটেরিয়াল:~ টেক্সটাইল কভার, ব্যাক
কভার
কিপ্যাড রং:~ লাল, সাদা এবং কালো

সব সময় নতুন কিছু পেতে TipsWapBD.CoM

Exit mobile version