বহুল প্রত্যাশিত অ্যান্ড্রয়েড এন এর নাম চূড়ান্ত হয়েছে। আর সর্বোচ্চ ভোটে বিশেষ মিষ্টি ‘নওগাট’ নামটি জিতে গেছে। শুক্রবার গুগলের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এটি প্রকাশ করা হয়েছে।
এর আগে গুগল তার পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম চূড়ান্ত করণের জন্য
বিশ্ববাসীর কাছ থেকে নাম আহ্বান করে, যা এন দিয়ে হতে হবে।
এরপর সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সাইটে বিভিন্ন নাম আসতে থাকে। গুগলের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে নওগাটের নাম প্রকাশের আগে ফ্রয়ো থেকে শুরু করে মার্শম্যালোর নাম ও ছবি প্রকাশ করা হয়। এরপর বড় নওগাটের উপর ক্লাসিক গ্রিন অ্যান্ড্রয়েড নাম প্রকাশ করা হয়।