অ্যাপলের নতুন কিছু আসা মানে সবার আগ্রহ নতুন সেই ডিভাইসটিকে নিয়ে থাকবে এটাই স্বাভাবিক। টেক জায়ান্ট অ্যাপল তাদের আইপ্যাডের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বেশ কিছু ফাঁস হওয়া ছবিতে এমন তথ্য উঠে এসেছে। অ্যাপল ইনসাইডার ব্লগে অজ্ঞাতনামা সূত্রের রিপোর্টে বলা হয়েছে অ্যাপল নতুন আইপ্যাড প্রো নিয়ে কাজ করছে যা সেপ্টেম্বর নাগাদ উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে।
ফাঁস হওয়া ছবিতে চীনে ১২.৯ ইঞ্চি ট্যাবলেট এর স্ক্রিন দেখা যাচ্ছে তবে এতে মডেল নাম্বারের কোন উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে অ্যাপলের স্বাভাবিক সংখ্যায়ন পদ্ধতি অনুসরণ করবে এই ডিভাইস। নতুন এই আইপ্যাড প্রো এর সেটিংস স্ক্রিন ছাড়া আর কোন বিস্তারিত না থাকলেও এতে ১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং অ্যাপলের সর্বশেষ আইওএস ১০ অপারেটিং
সিস্টেম থাকবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা।
তবে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল আইপ্যাডের চাহিদা কমে গিয়েছে। বড় স্ক্রিনের ফোনের চাহিদাই এখন বেশি। তবে বলা হচ্ছে অ্যাপলের নতুন আইপ্যাড এ নতুন সব ফিচার থাকবে যা কিনা ব্যবহারকারীর ল্যাপটপের চাহিদাও মেটাবে। তবে সবকিছুর পরে এটাই মনে রাখতে হবে যে গুজব সবসময় গুজবই।
আরো নতুন কিছু পেতে TipsAdd.Com