Site icon Trickbd.com

এই ১০ স্মার্টফোন বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়

Unnamed

কোন স্মার্টফোন ঘিরে গোটা
দুনিয়ায়
চাহিদা সবচেয়ে তুঙ্গে? ২০১৬-র
হিসেব
বলছে স্যামসাংকে ফের হারিয়ে
দিয়েছে
অ্যাপেল। এক ঝলক দেখে নেয়া যাক
চাহিদার নিরিখে সেরা ১০টি
স্মার্টফোন
কোনগুলি। আইএইচএস মার্কিট
স্মার্টফোন
শিপমেন্ট ডেটাবেসের হিসেব
অনুযায়ী
এই তালিকা বানানো হয়েছে।
* Apple iPhone 6S
২০১৬-য় সবেচেয়ে বেশি বিক্রি
হয়েছে
অ্যাপেলের আইফোন 6S-এর। ২০১৫-র
সেপ্টেম্বরে এটি লঞ্চ করে। কমার্স
ওয়েবসাইটগুলিতে বর্তমানে এই
ফোনটি
পাওয়া যাচ্ছে ৩৮,০০০ টাকায়।
* Apple iPhone 7
দ্বিতীয় স্থানে রয়েছে
অ্যাপেলেরই
আইফোন 7। অ্যাপেলের এই কারেন্ট
ফ্ল্যাগশিপ গত অক্টোবরে ভারতে
আসে। এর দাম এখন মোটামুটি ৫০,০০০
টাকার
মতো।
* Apple iPhone 7 Plus
আইফোন 7 প্লাস পাওয়া যাচ্ছে

প্রায়
৬০,০০০ টাকায়। এর ৫.৫ ইঞ্চিল
ডিসপ্লে, ৭
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
গোটা দুনিয়া
জুড়ে ফোনটির চাহিদা তুঙ্গে
রেখেছে।
* Apple iPhone 6S Plus
আইফোন 6এস প্লাস চাহিদারি
নিরিখে আছে
চার নম্বরে। ভারতের বাজারে
পাওয়া যাচ্ছে
৪৪,০০০ টাকায়।
* Samsung Galaxy S7 edge
এই চালিকায় স্যামসাং-এর প্রথম
এন্ট্রি পাঁচ
নম্বরে। সেখানে রয়েছে গত বছরের
ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস 7 এজ।
২০১৬-র
মার্চে ভারতে লঞ্চ করে ফোনটি।
দাম
প্রায় ৪৪,০০০ টাকা।
* Samsung Galaxy J3 (2016
ছয় নম্বরে রয়েছে স্যামসাং-এর
বাজেট
স্মার্টফোন গ্যালাক্সি জে3। গত বছর
মার্চে ভারতে আসা এই ফোনের
দাম মাত্র
৮,৯৯০ টাকা। এর বাইক মোড
ফিচারের
জনপ্রিয়তা যথেষ্ট।
* Oppo A53
অ্যাপেল ও স্যামসাং ছাড়া
একমাত্র অন্য যে
কোম্পানি এই তালিকায় ঢুকেছে
তা হল
ওপ্পো। ২০১৫-র ডিসেম্বরে লঞ্চ করা
এর এ53 ফোনটি জনপ্রিয়তা যথেষ্ট।
পাওয়া
যাচ্ছে ১৯,০০০ টাকায়।
* Samsung Galaxy J5 (2016)
৫.২ ইঞ্চি স্ক্রিনের এই ফোনের দাম
১০,০০০ টাকা।
* Samsung Galaxy S7
সারা বিশ্বে সবচেয়ে চাহিদা
যে
ফোনগুলির, তার মধ্যে নবম স্থানে
রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস7।
গত বছর
মার্চে লঞ্চ করা এই ফোনের দাম
৪০,০০০ টাকা।
* Samsung Galaxy J7
তালিকায় দশ নম্বরে রয়েছে
স্যামসাং
গ্যালাক্সি জে7। গত বছর মে মাসে
লঞ্চ
করা এই ফোনের দাম ভারতীয়
বাজারে
১৫,৯৯০ টাকা।