ওয়ালটন আনছে সেলফি প্রেমীদের জন্য, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন। ওয়ালটন এর পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনটি হবে ‘সেলফি কিং’। সম্প্রতি ওয়ালটনের নিজস্ব কার্যালয়ে নতুন এই হ্যান্ডসেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
৬ ইঞ্চি মাপের আইপিএস প্রযুক্তির ফুল এইচডি ডিসপ্লেযুক্ত ফোনটির পেছনে থাকছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সব ক্যামেরায় রয়েছে মাল্টিলেয়ার লেন্স। এতে থাকছে ৬৪ বিটের ২.৫ গিগাহার্টজের কোর্টেক্স-এ ৫৩ অক্টাকোর প্রসেসর, মালি-টি ৮৮০ গ্রাফিকস, ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স র্যাম, ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ২৫৬ জিবি এসডি কার্ড সমর্থন সুবিধা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দ্রুতগতির চার্জিং প্রযুক্তিসহ ৪ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম সমর্থন করে এতে। অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমচালিত ফোনটি থ্রিজি, ফোরজি এবং সিডিএমএ নেটওয়ার্ক সমর্থন করে। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ওয়ালটন কর্তৃপক্ষ বলছে, সেপ্টেম্বরে দুটি রঙে বাজারে আসবে প্রিমো জেডএক্স-থ্রি। এর দাম হতে পারে ৩২ থেকে ৩৩ হাজার টাকা। ফোনটি কেনার জন্য ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড শপে আগাম ফরমাশ দেওয়া যাবে।
Colors Black + Golden, Black + Silver |
Dimension 164.00 X 82.28 X 9.60 mm Thick 9.60 mm thick Weight 210 gram Sim Hybrid Dual Sim, Micro/Nano Sim (Dual Stand-by) |
Touch Super IPS HD Capacitive Touchscreen, 16.7M Colors Body-Ratio ~71.6% Screen to Body Ratio,Premium Metal Body Design Resolution 1920 x 1080 Pixels PPI ~496 PPI Pixel density Multitouch Yes, 2.5D Curved Glass, Up to 5 fingers Protection Yes, High Protective Scratch Proof Glass |
RAM 4GB LPDDR4X RAM Internal Internal Memory 64GB Card Slot Yes, MicroSD Up to 256GB (Dedicated Slot) |
Primary Dual 13+5MP,4290×2800 Pixels,Autofocus,Dual-LED Flash Features Sapphire Crystal Lens Cover,Back-illuminated Sensor(BSI) Second Generation,Optical Image Stabilization,Self-timer Face Detection,Digital Zoom,,Auto-Focus,Touch Focus, Geo-Tagging,Touch ShotSettings:Exposure Compensation, White Balance Presets,Shutter Speed Control,ISO Balance Shooting Modes:Professional Camera Mode,Face Beauty, Magic Focus,High Dynamic Range Mode(HDR),Panorama, Ultra Pixel Mode Aperture:f2.2,6 Optic Lenses,HDR Video Yes,4K-3840×2160@30fps,2160p@30fps,1080p@60fps |
System Android OS v7.0 Nougat Chipset ARM Cortex – A53 Processor 2.5GHz 64Bit Octa-core Processor GPU Mali-T880 |
Wi-Fi Wi-Fi 802.11 a/b/g/n/ac ,Dual Band,Direct,Wi-Fi hotspot Bluetooth v4.0, A2DP , OTG with Reserve Charging, Upgrade Enabled GPS With A-GPS Network Assisted Navigation Function,GLONASS Radio FM Radio with RDS, 4G/LTE Yes |
Sensors Fingerprint,Accelerometer,Proximity,Light,Hall,Magnetic Browser HTML5 MP3 MP3/WAV/WMA Player,3D Sorround Sound System(Maxx Audio) MP4 MP4/H.264 Player, 4K Video Playback and Camcorder Editor Document,Photo,DoubleTap to Wake,Unified Storage Features Smart Gesture,Double Tap to Wake,Notification Light |
Battery High Density Li-po 4550mAh,18w Ultra-Fast Battery Charging Talktime Upto 10h(Depend On Phone Settings & Network System) Stand-by Upto 250h(Depend On Phone Settings & Network System) |