হ্যালো ভিউয়ার্স 🙂
কেমন আছেন আপনারা?? আশা কি ভালোই আছেন 🙂
কারণ ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভালোই থাকে 🙂
আজকে আপনাদের সাথে বাজেট কিলার বেষ্ট ফোন গুলো শেয়ার করতে যাচ্ছি 🙂
আপনার বাজেট অনুযায়ী সেরা ফোনটি নিয়ে নিন নির্দিধায় 🙂
তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক 🙂 তবে হ্যাঁ, শাওমি যদি আপনার অপছন্দের হয়, তবে পোষ্টটি আপনার জন্য নয় :/ তবুও পড়ে দেখতে পারেন আমার পুরো পোষ্টটি 🙂
—-
———৪-৪.৫কে———-
আপনার বাজেট যদি চার থেকে সাড়ে চার হাজার হয়, তবে নিয়ে নিন লাভা ৬০৫ 🙂 গ্রামিণফোন থেকে ফোনটি দেওয়াও আপনি ফোনটির সাথো পাবেন ১২জিবি পর্যন্ত ইন্টারনেট 🙂
–
–
–
———৪.৫-৫কে———
আপনার বাজেট যদি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়, তবে নিয়ে নিন সিম্ফনি ভি৭৫ 🙂 ফোনটি দেখতে অসাম, তেমনি ফিচার গুলোও দারুণ 🙂
——– ৫-৭কে———-
এই বাজেটের মধ্যে আপনি নিচের ফোনগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেন নিশ্চিন্তে 🙂
:— সিম্ফনি আর ২০ —- ৬কে এর আশেপাশে 🙂
:— সিম্ফনি আই ১০ (২/১৬)—৭কে এর আশেপাশেই 🙂
–
–
–
আপনার বাজেট ৭কে উপরে?? এটাই হওয়া স্বাভাবিক 🙂 কম দামে বেশী ফিচার, দেখতে পার্ফেক্ট এবং র্যাম-রম ও অনেক বেশী এমন ফোন খুঁজে থাকলে ৮.৫কে দিয়ে নিয়ে নিন শাওমি রেডমি ৪এ 🙂
ফোনটি যদি অফিশিয়াল মি-স্টোর নামধারী ডাকাতদের থেকে কিনতে যান, তাহলে দাম নিবে ১০কে, তাই আমি সাজেষ্ট করবো ঢাকা বসুন্ধরা সিটি এর KRY International থেকে নিবেন 🙂
–
–
–
——- বাজেট ১০-১১হাজার টাকা——- 😛
১০কে বাজেটের ফোনের কথা বলতে গেলে বলতেই হয় রেডমি ৪এক্সের কথা 🙂 কারণ শাওমি কোন কিছুতেই কমতি রাখেনি এই ফোনটিতে। কিন্তু যদি এটি মি-স্টোর নামধারী ডাকাতদের থেকে নিতে যান, তাহলে দাম নিবে ১৩হাজর টাকা 🙂
কোথা থেকে ফোন কিনলে বেষ্ট হবে, এবং কেন দামের এই পার্থক্য সেটা লিখবো পোষ্টের একদম শেষে 🙂
–
———বাজেট ১৩ হাজার টাকা——–
আপনার বাজেট ১৩ হাজার টাকা?? :O তাহলে বাংলাদেশের জাতীয় ফোনটি অপেক্ষা করছে আপনার জন্য 🙂 নিয়ে নিন শাওমি রেডমি নোট ৪এক্স চোখ বন্ধ করে 🙂 ফোনটি কেনার পর আমাকে আর ট্রিকবিডি কে মনে রাখবেন, তাই হবে 🙂
নোট ৪এক্স ফোনটি মি-স্টোর থেকে নিলে দাম রাখবে ১৮.৫কে 😛 কি দরকার ভাই এতগুলা টাকা জ্বলে ফেলানোর?? যদি টাকা পানিতে না ফেলতে চান, তাইলে আমার সম্পুর্ন পোষ্ট টি অবশ্যই পড়তে হবে 🙂
–
–
–
———১৬-১৮কে বাজেট? ——–
১৬-১৮কে বাজেট হলে নিয়ে নিন শাওমি রেডমি নোট ৪ (৪/৬৪) B-) জোস্ একটা ফোন 🙂 কোন দিকে না তাকিয়ে নিয়ে নিতে পারেন ফোনটি 🙂
——- ২০ হাজার টাকা বাজেট?? ——
আপনার বাজেট ২০ হাজার টাকা হলে শাওমি এর নতুন ফোন মি৫এক্স দেখতে পারেন 🙂 (৩/৬৪) :O
কিন্তু আমি সাজেষ্ট করবো মি৫ নিতে 🙂 এর মধ্য থেকে একটা নিয়ে নিন 🙂
–
–
–
সামনের পোষ্ট লিখবো ২১-৫০কে বাজেটের ফোনগুলো নিয়ে, যদি আপনারা অনুমতি দেন 🙂
———★★★——–
মি-স্টোর থেকে ফোন কিনলে আমি পাবেন ১বছরের পার্টস ওয়ারেন্টি, যেখানে আপনি সাধারণ শপ গুলো থেকে পাবেন ২বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ১মাসের পার্টস ওয়ারেন্টি :O
১ বছরের পার্টস ওয়ারেন্টির কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা 🙂 বাকিটা আপনার ইচ্ছা 🙂 🙂
–
–
–
——–কোথা থেকে কিনলে অরিজিনাল ফোন পাবো??——–
আপনি যদি শাওমি অরিজিনাল ফোন নিতে চান মি-ষ্টোর ছাড়া, তবে আপনাকে আমি সাজেষ্ট করবো KRY International থেকে নেওয়ার জন্য, কারণ এটি অনেক ভালো এবং ট্রাষ্টেড শপ 🙂
আপনার বাসা যেখানেই হোক, কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন ফোনটি 🙂
আপনি চাইলে অন্য শপ থেকেও নিতে পারেন, কিন্তু একটু যাচাই করে নিবেন 🙂
আর KRY International থেকে নিলে, যাচাই না করে নিলেও প্রবলেম নাই 🙂
————————-
যে কোন প্রয়োজনে KRY International এর Owner কামরুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন 🙂
—-
ফোন নাম্বার :- 01754545044
–
–
শপ এড্রেস:- KRY International
Bashundhara City Shopping Mall,
Block:C, Level:5, Shop:42
Panthapath, Dhaka
N.B. আমি দোকানটি সাজেষ্ট করতেছি, কারণ আমার ফোনটি এখান থেকেই কেনা, আর উনার আফটার সেল সার্ভিস বেষ্ট। আপনি চাইলে অন্য দোকান থেকেও নিতে পারেন 🙂
থ্যাংকস এত কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য 🙂
আমার লেখার চেয়েও বেশী কষ্ট হয়েছে হয়তো আপনার পড়তে 🙂
যাই হোক, ভালো থাকবেন, আর ভুল
হলে তুলে ধরবেন 🙂
আর অবশ্য- অবশ্যই আমার জন্য দোয়া করবেন 🙂