আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।। আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাব আইফোন ১০ এর কিছু অজানা তথ্য।।যে ফোন টি উন্মোচন হয়ছে মাত্র কয়েকদিন।
উন্মোচনের সপ্তাহ পার না হতেই তুমুল শোরগোল ফেলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির আইফোন ১০। গত ১২ সেপ্টেম্বর এটি উন্মোচন করেন অ্যাপলের প্রধান টিম কুক। দামে বেশ চড়া হলেও এর আকর্ষণীয় ফিচার, তারবিহীন চার্জসহ নানান সুবিধা এরইমধ্যে বিশ্বব্যাপী আলোচনার শীর্ষে উঠে এসেছে আইফোন ১০।
আইফোন ১০’র দারুণ সব ফিচার, দক্ষতা ও কার্যকারিতা নিয়ে শোরগোল পড়লেও আড়ালে থেকে গেছে কিছু বিষয়। ম্যাশেবল জানিয়েছে আইফোন এক্সের এমন কিছু তথ্য, যা সেভাবে আসেনি সংবাদমাধ্যমে।
আকাশচুম্বী মূল্য: বাজারে আসা আইফোন ১০’র মূল্য ৯৯৯ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ৮০ হাজারের মতো। তবে এটা ৬৪ জিবি মেমরি সমৃদ্ধ ডিভাইসের মূল্য। প্রকৃত অর্থে ২৫৬ জিবি মেমরির আইফোন ১০ পেতে গুণতে হবে ১১৪৯ মার্কিন ডলার, সেইসঙ্গে রয়েছে অ্যাপল কেয়ার সার্ভিস বাবদ ১৯৯ ডলার। অর্থাৎ অধিক সুবিধার আইফোন ১০ পেতে খরচ হবে লক্ষাধিক টাকার ওপরে।
ফাস্ট চার্জিং: আইফোন ১০ (আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসসহ) ডিভাইসে প্রথমবারের মতো ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করেছে অ্যাপল। এতে মাত্র ৩০ মিনিটেই ৫০ ভাগ চার্জ হবে ফোন।
গ্যালিলিও সাপোর্ট: দীর্ঘদিন ধরে মার্কিন সেনাবাহিনীর তৈরি জিএসপি নেটওয়ার্ক সুবিধা পেয়ে আসছে আইফোন। এবার আইফোন ১০ প্রথমবারের মতো ইউরোপীয় স্যাটেলাইট ব্যবস্থা ‘গ্যালিলিও’র সুবিধা পাচ্ছে।
স্ক্রিনের উজ্জ্বলতা কম: আইফোন ১০’র স্ক্রিন আগের মডেলগুলোর চেয়েও উন্নততর হলেও, এটি স্যামসাং গ্যালাক্সি নোট ৮’র স্ক্রিনের চেয়ে কম উজ্জ্বল। আইফোন ১০’র স্ক্রিনের উজ্জ্বলতা যেখানে ৬২৫ নিটস, সেখানে গ্যালাক্সি ৮’র স্ক্রিনের উজ্জ্বলতা সর্বোচ্চ ১২৪০ নিটস।
সেলফি ক্যামেরার মানোন্নয়ন হয়নি: আইফোন ১০ অন্যান্য ফিচারে সর্বাধুনিক প্রযুক্তির ছোয়া পেলেও, সেলফি ক্যামেরার কোনো উন্নতি হয়নি। এতে আগের আইফোনের মতোই সেলফি ক্যামেরা রয়েছে। এর সেলফি ক্যামেরা ৭ মেগাপিক্সেল।
আমার পিচ্ছি সাইট।একাবার ঘুরে আসবেন।আশা করি ভাল লাগবে।www.bigowap.com