আমার আজকের রিভিউ টিউনের বিষয়বস্তু ওয়ালটন Primo D8i এর হ্যান্ডস-অন রিভিউ
মাত্র ৩১৫০ টাকা দামের এই ফোনে আছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কোয়াডকোর প্রসেসর, ৪ ইঞ্চি ডিসপ্লে, ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও প্রয়োজনীয় নানা ফিচার। এন্ট্রি লেভেলের ক্রেতাদের কথা মাথায় রেখেই হয়তো ফোণটি বাজারে এনেছে ওয়ালটন। তো চলুন তাহলে ফোনটির বিস্তারিত রিভিউ শুরু করা যাক।
এবারে তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক-
আনবক্সিং:
Primo D8i কিনলে এর সাথে যা যা পাচ্ছেন–
- চার্জার অ্যাডাপ্টার ও ডাটা ক্যাবল
- ইয়ারফোন
- ইউজার গাইড
- ওয়ারেন্টি কার্ড
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
আকর্ষণীয় ডিজাইনের Primo D8i উচ্চতায় ১২৪.৫ মিলিমিটার, প্রস্থে ৬৩.৫০ মিলিমিটার আর পুরুত্বে ১০.২ মিলিমিটার। ১১১ গ্রাম ওজনের ফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে স্পীকার।
ফোনটির বামে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী, উপরের অংশে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ইত্যাদি।
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনে OTA আপডেট সুবিধা থাকায় পরবর্তীতেও আপডেট পাওয়ার সুযোগ রয়েছে।
এই ফোনের ইউজার ইন্টারফেস-
ডিসপ্লে:
এই ফোনে ৪ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন ৪৮০x৮০০ পিক্সেল।
ক্যামেরা:
Primo D8i এর রেয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল, এতে এলইডি ফ্ল্যাশ, ডিজিটাল জুম, টাইম ল্যাপস, সেলফ-টাইমার, স্লো মোশন প্রভৃতি ফিচার বিদ্যমান।
ক্যামেরা ইন্টারফেস-
Primo D8i এর ক্যামেরা স্যাম্পলঃ
এই ফোনের ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার কাজটিও অনায়াসেই সেরে নিতে পারবেন।
সিপিউ, চিপসেট ও জিপিউ:
১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে মিডিয়াটেকের চিপসেট আর মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
স্টোরেজ ও র্যামঃ
চার গিগাবাইট ইন্টারনাল মেমোরীর Primo D8i এ ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট করে, এর র্যাম ৫১২ মেগাবাইট।
গেমিং পারফরম্যান্স:
এন্ট্রি লেভেলের ফোন দেখে অনেকেই হয়তো ভাবছেন এটি গেম খেলার অনুপযোগী! কিন্ত না, কোয়াডকোর প্রসেসরের Primo D8i এ পুল, টেম্পল রান ২ ইত্যাদি জনপ্রিয় বেশ স্মুথলি খেলা গেছে।
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo D8i এর স্কোর এসেছে ১৭৮৩৯
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo D8i এর স্কোর এসেছে ৫৩.৪
মাল্টিমিডিয়া:
Primo D8i এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর অডিও সাউন্ড কোয়ালিটি মোটামুটি।
এই ফোনে ৭২০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।
কানেক্টিভিটি:
ডুয়েল সিম সাপোর্টেড এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
ব্যাটারি:
৪ ইঞ্চি ডিসপ্লে সংবলিত Primo D8i এ ১৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় সাড়ে ৪ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়।
দামঃ
অনেক ফিচার থাকলেও ক্রেতাসাধারণের সাধ্যের কথা বিবেচনায় নিয়ে Primo D8i এর মূল্য মাত্র
৩১৫০ টাকা নির্ধারিত হয়েছে, এজন্য ওয়ালটন কর্তৃপক্ষ সাধুবাদ পাওয়ার যোগ্য।
একনজরে Primo D8i এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
- ৪ ইঞ্চি ডিসপ্লে
- অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস
- ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর
- মালি ৪০০ জিপিউ
- ৫১২ মেগাবাইট র্যাম
- ৪ গিগাবাইট রম
- ডুয়েল সিম
- ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
যেসব কারণে ভালো লেগেছে Primo D8i:
- সাশ্রয়ী দাম
- ৫+২ মেগাপিক্সেল ক্যামেরা
শেষ কথা:
সাশ্রয়ী বাজেটে যারা অধিক ফিচারের ফোন কিনতে চান তাদের জন্য ৩১৫০ টাকা দামের Walton Primo D8i হতে পারে শীর্ষপছন্দ।
এবার বিদায় নেওয়ার পালা। আবারও দেখা হবে নতুন কোন রিভিউ নিয়ে; সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফিজ।
Amar site amartrick24.com
copy Post
কপি পোস্ট
বেঞ্চমার্ক কি ব্রো!
ভালো পোস্ট! 🙂
ROOT KORA JABE KI?
ভাই symphony i60 ফোনটি কিরকম হবে
osthir post
vai Hollywood movie downloader akta valo thikana bolen
hdpopcorn . kom a onak ase
thanks
ভালো পোষ্ট
Sympho V30 er design copy korse Balton
aro phone review dian
Ki rivew dilen vai…Just Mone hoy Nije calaitesi….