Site icon Trickbd.com

‌ মাত্র ১৭ হাজার এবং 20 হাজার টাকার মধ্যে কিনুন Xiaomi Redmi Note 5 Pro সেরা স্মার্টফোন | না দেখলে মিস করে ফেলবেন।

প্রিয় বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই
কেমন আছেন।
আশা করি আল্লাহ আপনাদের প্রত্যেককেই অনেক ভালো রেখেছেন।
আর আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আজকে আপনাদের দারুন একটি স্মার্টফোনের রিভিউ লিখেছি।
তাহলে চলুন শুরু করে ফেলি।
শুধু সেলফি তোলাই নয়, সামনের ক্যামেরাটি ব্যবহারকারীকে শনাক্ত
করার মাধ্যমে ফোন আনলক করা কাজও করবে।
শাওমি এই প্রথম কোনো ফোনে ফেইস আনলক ফিচার যুক্ত করেছে।

কি থাকছে এই দুর্দান্ত স্মার্টফোনটিতে এক নজরে দেখে নিন।
ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, ৪
অথবা ৬ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।
ফোনটি থেকে বাদ পড়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
তবে পুরাতন মাইক্রো ইউএসবি পোর্ট আবারও ব্যবহার করা হয়েছে।
টানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য থাকছে ৪ হাজার এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি।

আপডেটের ব্যাপারে শাওমি এবারও পিছিয়ে রয়েছে, নতুন ফোনটিতেও দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট অপারেটিং সিস্টেম। ফাস্ট চার্জিং সুবিধাও নেই এতে।

রেডমি নোট ৫ প্রোয়ের পাশাপাশি রেডমি ৫ প্লাসকে নাম বদলে রেডমি নোট ৫ নামে ভারতে ছাড়া হয়েছে।
রেডমি নোট ৫ প্রো এর চাইতে কম দামের ফোনটিতে রয়েছে একটি ১২
মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩ অথবা
৪ গিগাবাইট র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর।
বাকি স্পেসিফিকেশনে পার্থক্য নেই।

দুটি ফোনেই শাওমি ১৮:৯ অনুপাতের ৫ দশমিক ৯৯ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার
করেছে, যার রেজুলেশন ১০৮০ x ২১৬০ পিক্সেল।

রেডমি নোট ৫ এর ৩ গিগাবাইট র্যাম এর ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে 16 হাজার 990 টাকায় এবং ৪ গিগাবাইট র্যাম এর ফোনটি বিক্রি হচ্ছে 20000 টাকায়
তাই আমি বলব কিনলে 4 Ram ফোনটি কিনেন ভালো একটা smartphone পাবেন।
আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে।
ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ।
নতুন গান এবং নতুন মুভি পাবার জন্য আমার সাইটে ভিজিট করতে পারেন wWw.MastyBD.Mobi