বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই?
সপ্তাহ জুড়ে তো থাকেই টপ ওনাদের ওঠা নামা, প্রযুক্তিযগতে এমন হবেই, আজকে স্যামসাং উপরে, তো কালকে আইফোন এভাবেই চলবে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অনেক কম্পানি গুলো আবার ছিটকে যায়। দখল করে অন্য সব স্মার্ট ফোন গুলো। যাইহোক, আজকে আমি টিউনের মাধ্যমে তুলে ধরবো গত সপ্তাহের বেস্ট কিছু স্মার্টফোন, যে গুলো মার্কেট কাঁপিয়েছে।
তো চলুন সম্পূর্ণ টিউন পড়ি এবং ফুল স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
প্রথমে থাকবে ব্ল্যাকবেরি স্মার্টফোন।
নামঃ Blackberry KEYone
আমাদের দেশীয় বাজার মূল্য 53, 990 টাকা।
স্পেসিফিকেশন জেনে নিন
- নেটওয়ার্ক সাপোর্ট করবে ২জি, ৩জি এবং ৪জি
- ব্যাটারিঃ Lithium-ion 3505 mAh (non-removable
- বডি & ওজনঃ 149.1 x 72.4 x 9.4 millimeter, 180 grams (Aluminium frame & plastic back)
- ক্যামেরাতে থাকছেঃ F/2.0, 1/2.3″, 1.55 µm, phase detection autofocus, dual-LED flash, auto face recognition, HDR, panorama mode
- পেছনে থাকবেঃ 12 Megapixel
- সামনে থাকবেঃ 8 Megapixel (f/2.2, 1.12 µm pixel size, Full HD video)
- চিপসেট হিসেবে থাকবেঃ Qualcomm Snapdragon 625
- ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবেঃ Black/Silver, Black, Bronze
- ডিসপ্লে সাইজ ও রেজুলেশনঃ 4.5 inches, 1080 x 1620 Pixels (433 ppi
- ডিসপ্লে টাইপঃ IPS LCD Touchscreen with Corning Gorilla Glass 4 protection
- গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)ঃ Adreno 506
- ম্যামরে কার্ড স্লটঃ MicroSD, up to 256 GB
- অপারেটিং সিস্টেম থাকবেঃ Android Nougat v7.1
- প্রসেসরঃ Octa-core 2.0 GHz
- র্যামঃ 3/4 GB
- রোমঃ 32/64 GB
- সেন্সর হিসেবে থাকছেঃ Fingerprint, Accelerometer, Magnetometer, Gyroscope, Proximity, Ambient light, Hall Effect
- সিম কার্ড স্লটঃ Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
- ইউএসবিঃ MicroUSB v3.1, Type-C 1.0 reversible connector, USB-on-the-go (OTG)
- ভিডিও রেকর্ডিংঃ Ultra HD (2160p)
- ওয়ার্লেসঃ Yes, dual-band, WiFi Direct, Wi-Fi hotspot
- স্পেশাল ফিচারঃ – QWERTY Keyboard
– Fast battery charging: 50% in 36 min (Quick Charge 3.0)
– DTEK security monitoring app from BlackBerry - অন্যান্য ফিচারঃ – Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Multitouch, Loudspeaker, NFC
ডিভাইজটা পুরাতন হলেও যারা ব্ল্যাকবেরি পছন্দ করেন তাদের জন্য এক নম্বরেই দিলাম। ভালো মানের একটা ডিভাইজ। অসাধারণ পার্ফম করবে আশা রাখি।
এবার চলে যাবো শাওমির কাছে
নামঃ Xiaomi Redmi 5 Plus
স্পেসিফিকেশনঃ
- নেটওয়ার্ক হিসেবে থাকবেঃ 2G, 3G, 4G
- ব্যাটারিঃ Lithium-polymer 4000 mAh (non-removable)
- বডি এবং ওজনঃ158.5 x 75.5 x 8.1 millimeter, 180 grams (Metal body / aluminum frame & back, plastic ends)
- ক্যামেরা সিস্টেমঃ Phase detection autofocus, f/2.2, 1.25 μm, dual LED flash, HDR, panorama mode, auto face & smile recognition
- Camera Resolution (Back)12 Megapixel
- Camera Resolution (Front) 5 Megapixel (f/2.0 soft toned Selfie-Light, beautify 3.0, full HD video rec.)
- Chipset Qualcomm Snapdragon 625
- Colors Available Black, Gold, Light Blue, Rose Gold
- Display Size & Resolution 5.99 inches (18:9 full screen display), Full HD+ 1080 x 2160 pixels (403 ppi)
- Display Type IPS LCD Touchscreen with Corning Gorilla Glass (unspecified version) protection
- Graphics Processing Unite (GPU) Adreno 506
- Memory Card Slot MicroSD, up to 128 GB (uses SIM 2 slot)
- Operating System Android Nougat v7.1.2 (based on MIUI 9.0)
- Processor Octa-core, 2.0 GHz
- RAM 3 GB
- ROM 32 GB
- Sensors Fingerprint, accelerometer, gyro, proximity, compass
- SIM Card Type Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
- USB MicroUSB v2.0
- Video Recording Ultra HD (2160p)
- Wireless LAN Yes, Wi-Fi Direct, hotspot
- Special Features – Fast battery charging 5V/2A
- Other Features – Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Loudspeaker, Multitouch
- ফোনটার বাজার মূল্যঃ 17, 990 Tk
দুইটা স্মার্টফোনই পুরাতন কিন্তু বেশ ভাল মানের ফোন, যার কারণে আবার টিউন করে বুঝিয়ে দিলাম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী টিউনে। আল্লাহ্ হাফেজ।