Site icon Trickbd.com

এবার কম বাজেটের সেরা 4G স্মার্টফোন রিভিউ, সাথে পার্সোনাল এক্সপেরিয়েন্স, TCL 560

Unnamed

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। ট্রেইনার হবার পর এটা আমার প্রথম পোষ্ট। আগামীকাল ট্রেইনার রিকুয়েস্ট দিয়েছি। আজ এপ্রোভ করা হয়েছে। ধন্যবাদ ট্রিকবিডি টিমকে।
.
তো আজ আমি আপনাদের সামনে এমন একটি ফোনের রিভিউ নিয়ে এসেছি যা আপনার সাধ্যের মধ্যে সেরা। এই মোবাইলটি আমি নিজেও ব্যবহার করছি। বলতে গেলে কম বাজেটের সেরা স্মার্টফোন। ২ জিবি র‍্যাম আর ১৬ জিবি রম নিয়ে ফোনটি ঝাক্কাস। সাথে 4G LTE ফিচার।
দাম আগে বলে নিই : বাজারে ৭ হাজারে এই ফোনটি পাবেন।



Brand : TCL

( TCL বর্তমানে Alcatel এর সাথে যৌথভাবে কাজ করছেন। TCL আমাদের জানা অনেক আগের ব্রান্ড যারা তাদের টিভি, ফ্যানের মাধ্যমে অনেক সুনাম কুড়িয়েছেন। আর এন্ড্রয়েডেও দিয়েছেন অরেকটি চমক।)

Model : 560 (5056u)
Ram : ২ জিবি

Rom : ১৬ জিবি (৩২জিবি পর্যন্ত Expandable)
Display : HD IPS, ৫.৫ ইঞ্চি, ১২৮০*৭২০ পিক্সেল ( কমদামে অন্য কোন ফোনে এতবড় Display পাবেন না)
Camera : পিছনে > ৮ মেগাপিক্সেল + ফ্লাশ 2.0
সামনে > ৫ মেগাপিক্সেল + ফ্লাশ 2.0
Battery : 2500 mah (Non Removable)
Operating System : 6.0.1 (Marshmallow)
Connectivity : 4G LTE
.
বক্সে পাবেন : ২টি ব্যাকপার্ট + ইয়ারফোন + চার্জার + ইউজার ম্যানুয়াল + ১ বছরের ওয়ারেন্টি
.
চমক : হ্যা, এতে দেওয়া হয়েছে Eye Verification Technology। অর্থাৎ চোখের আইরিশ দিয়ে ফোন আনলক করতে পারবেন। Smart Lock এ ফেস আনলক অপশনও পাবেন যা অসাধারণ।
.
এবার পার্সোনাল রিভিউ দিই। আমি এই ফোনটি ২ মাস ব্যবহার করছি। প্রথম ভার্শনে এটি এন্ড্রয়েড ৬.০ ছিল। তখন xml ফাইলে একটা সমস্যা ছিল। কিন্তু আপডেটের পর এখন পারফেক্ট। বড় গেম আরামসে চলে। এক চার্জে সারাদিন চালাইতে পারবেন। দু-পাশে ফ্লাশ থাকায় রাতে সেলফিতে আলোর কমতি থাকবেনা। ফ্লাশ ভার্শন ২.০ যা গুগল নেক্সাসে আছে। ব্যাককভার দুটো, একটি ব্লাক + আরেকটি গোল্ড। ফোনটি 4G থাকায় গ্রামিণফোন 4g আরামসে আসে। ৪জি প্রুফ SS দেখুন…

.
এখন একনজরে আপনারাই বলুন ৭০০০ টাকায়, ২ জিবি র‍্যাম + ১৬ জিবি রম + 4G + ৫.৫ ইঞ্চি + দুটো ব্যাককভার + Eye Verify সিকিউরিটি….এসব কোন ফোনে পাবেন?
তাই যাদের বাজেট ৭ এর কাছাকাছি তাঁদেরকে আমি এই ফোনটি কেনার জন্য সাজেস্ট করবো।
.
ফোনটি অনলাইন থেকে কিনতে : ক্লিক করুন
বাহিরের থেকে কিনতে Alcatel এর শো-রুমে পাবেন।

.
আজ এই পর্যন্তই। পোষ্টটি কেমন হলো মন্তব্য করে জানাবেন।

প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি