আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভাল আছেন।
আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
বন্ধুরা অনেক দিন পর আজকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট লিখতে শুরু করলাম।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
আজকে পোষ্টের বিষয় হলো Samsung Galaxy S9 Plus
এই স্মার্টফোনটি কেমন হবে জানতে চাইলে পোস্টটি পড়তে পারেন।
তাহলে চলুন ফোনটির পুরো রিভিউ লেখা যাক।
বন্ধুরা গ্যালাক্সি এস৯ প্লাস বাজারে এসেছে। ৮ মার্চ থেকে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন ও প্রি অর্ডার শুরু হবে।
ফোনের সাথে যেগুলা পাচ্ছেন।
স্যামসাং দিচ্ছে একটি ফাস্ট চার্জিং সমর্থিত তারহীন চার্জার।
তাছাড়াও আরও থাকছে ফোনটির পার্টনার গ্রামীণফোন প্রিবুকিং করা গ্রাহকদের প্রথমে ৯ জিবি ডেটা দেবে।
পরে গ্রাহকরা আরও বোনাস ডেটা পাবেন।
ক্যামেরাকে প্রাধান্য দিয়ে গ্যালাক্সি এস৯ প্লাস ফোনটি তৈরি করা হয়েছে।
ফোনটির পেছনে ক্যামেরা দেয়া হয়েছে দুটি, মূল ক্যামেরাটির অ্যাপার্চার প্রয়োজনবোধে নিজ থেকেই বদলে যাবে।
ফলে অল্প আলোতে বড় অ্যাপার্চার আর অতিরিক্ত আলোতে
ছোট অ্যাপার্চার ব্যবহার করে ছবির মান ধরে রাখবে এই দুর্দান্ত স্মার্টফোনটি।
ফোনটিতে আরো যেগুলা থাকছে।
এস৯ প্লাসে এক্সিনস ৯৮১০অক্টাকোর প্রসেসর, ৬ জিবি র্যাম,
৬৪ জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম রয়েছে।
ফোনটির ডিসপ্লে কেমন পাবেন।
৬.২ ইঞ্চি, ডব্লিইউকিউএচডি প্লাস রেজুলেশনে সুপার অ্যামোলেড প্যানেলে তৈরি অসাধারণ একটি display।
সাথে সুপার ফাস্ট গতির ফোরজি নেটওয়ার্ক তো থাকছেই।
ভিডিও ও মুভি দেখার জন্য এইচডিআর সমর্থিত স্ক্রিনের পাশাপাশি ডুয়াল ডলবি অ্যাটমস স্পিকার যুক্ত করা হয়েছে এই ফোনটিতে।
আর ব্যাটারির দিক থেকে বলতে গেলে তো এক কথায় অসাধারণ।
দেয়া হয়েছে ৩,৫০০ এমএএইচ যা ৮০ মিনিটেই চার্জ হবে।
ব্যাটারিটি অনায়াসেই তিনদিন ব্যাকআপ দিতে সক্ষম।
ফোনটি বাজারে আসছে মিডনাইট ব্ল্যাক, কোরাল ব্লু এবং লাইলাক পার্পেল ডিজাইন এ।
বন্ধুরা এখন জানা যাক যে এই অসাধারণ ফোনটির দাম কেমন।
এটায় ছিল আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন পোস্টে আজকের মত বিদায় সবাই ভাল থাকুন।
একটা সাইট তৈরি করুন এবং ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করুন বিস্তারিত এখানে পড়ুন।
Visit wwW.MastyBd.Mobi