সকলে কেমন আছেন,
আশা রাখি সকলেই ভালো আছেন,
আজ বর্তমান বাজারের সব চেয়ে শক্তিশালী ক্যামেরার ফোন নিয়ে কথা বলবো।
ফোনটি গতকাল সবশেষে উন্মোচন হল হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো।
এই ফোনটিতে বাজারে বর্তমানে থাকা ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এই ফোনটির পিছনে রয়েছে তিনটি ক্যামেরা, ট্রেন্ডের সঙ্গে তাল মিলাতে এতে রাখা হয়েছে ‘নচ’ ডিসপ্লে।
ক্যামেরা নির্ভর ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে লাইকার তিনটি ক্যামেরা। যার মধ্যে প্রথমটিতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা অ্যাপাচার f/2.4 সমৃদ্ধ।
মাঝখানেরটায় রয়েছে f/1.8 অ্যাপাচারের 40 মেগাপিক্সেল ক্যামেরা।
এবং সর্বশেষের ক্যামেরায় রয়েছে f/1.6 অ্যাপাচারের 20 মেগাপিক্সেল।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফোনটির সামনে রাখা হয়েছে f/2.0 অ্যাপাচার সমৃদ্ধ 24 মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করা যাবে।
ক্যামেরা রেটিং এর দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস৯+কে পিছনে ফেলে তালিকার শীর্ষ স্থানটি দখল করেছে হুয়াওয়ে এই পি২০ প্রো ফোনটি।
তাই এটিই বর্তমানে বাজারের সেরা ক্যামেরার ফোন।
এই ফোনে রয়েছে অক্টাকোর হাইসিলিকন কিরিন 970 চিপসেটের প্রসেসর।
গ্রাফিক্স সুবিধা দিতে এতে রয়েছে মালি জি72 এমপি12।
6 গিগাবইট র্যামের পাশাপাশি আরও মিলবে 128 গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে আপনি 256 গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন।
ফোনটের ডিসপ্লে 6.1 ইঞ্চি সৃমদ্ধ এবং এইটির রেজুলেশন হলো 2240*1080 পিক্সেল।
এতে আরও রয়েছে ওয়াইফাই, এফএম রেডিও, জিপিএস ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্মার্টনেভিগেশন।
সাথে ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটি রয়েছে 4 হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা মাত্র 30 মিনিটে 58% এর মতো চার্জ হবে বলে জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।
ফোনটি কালো, নীল ও পিঙ্ক গোল্ড রঙে বাজারে পাওয়া যাবে।
এই বিলাশবহুল ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ ইউরো।
তবে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেট এ আসবে তা কিছু জানাচ্ছে না বাংলাদেশ হুয়াওয়ে কর্তৃপক্ষ।
তবে আশা করা যায় খুব তারাতাড়ি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ফোনটি তখন ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
ফোন ভূল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন,
ধন্যবাদ সকল কে পোষ্টি পড়ার জন্য।