Site icon Trickbd.com

[7000][Syphony i60]-কম দামের ভিতরে অসাধারণ মোবাইল।ফুল রিভিউ

আজ আমি আপনাদের জন্য নিয়ে Symphony i60 এর ফুল Specification সহ Hands on Review.
আমার মত অনেকেই আছে যাদের বেশি দাম দিয়ে মোবাইল কেনার ক্ষমতা নেই। কম দামের ভিতর ভালো মোবাইল খুজেন। কিন্তু মোবাইল দোকানে গেলে হাবি জাবি বুঝিয়ে দিয়ে তাদের যেই মোবাইল গুলোতে লাভ বেশি হয় সেই মোবাইল গুলো ধরিয়ে দেয়। বিশেষ করে নন ব্র‍্যান্ডের সেট।
তাই আপনি যদি ৭০০০-৮০০০ টাকার ভিতরে মোবাইল কিনার চিন্তা করে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্যই।
এই পোস্টে আমি লিখতে যাচ্ছি Symphony i60 সম্পর্কে।
আমি বর্ত্মানে এই মোবাইল টি ব্যবহার করতেছি।
ব্যবহার খুব ভালোই এক্সপেরিয়েন্স পেয়েছি। এক কথায় বলতে গেলে কম বাজেটের ভিতরে মোবাইল্টা সত্যিই অসাধারণ।
মোবাইল টির বর্ত্মান মার্কেট প্রাইস ৭৫০০+।
আপনি যদি সিম্পনির সো-রুম থেকে নেন তাহলে ৭০০০ টাকা দিয়ে নিতে পারবেন।
প্রথমেই মোবাইল টির Specification দেখে নিন তারপর থাকছে আমার রিভিউ।



Network Scope: 2G, 3G

Battery: Lithium-ion 2500 mAh

Stand-by: up to 273 hours

Talk-time: up to 22 hours (2G) / 10 hours (3G)

Camera Factors: dual-LED Flash, OmniVision sensor, Time Lapse, Auto HDR, Face Beauty, Panorama mode, Auto Portrait (Bokeh), Auto Scene Detection, Auto Night Mode, Scene Frame, Professional Mode

Camera Resolution: 8MP(Back)
Camera Resolution: 5MB(Front)

Colors Available Grey, Rose Gold
Display Size & Resolution 5.0 inches, HD 1280 x 720 pixels (293.72 ppi)

GPU: Mali 400 MP2

Memory Card Slot:MicroSD, up to 64 GB

Operating System:Android Nougat v7.0

Processor:Quad-Core, 1.3 GHz

RAM 2 GB

ROM 16 GB

Release Date September 2017

রিভিউঃ
মোবাইল টা একমাস ধরে ব্যবহার করতেছি।
দাম কম হিসেবে মোবাইল টা সত্যিই অসাধারণ পারফর্মেন্স দিচ্ছে।
মোবাইলের বিশেষ কিছু ফিচারস আমার মন কেড়ে নিয়েছে।

প্রথমে আসি ক্যামেরার কথায়ঃ

আমরা অনেকেই আছি মোবাইলের অন্য কিছু যেমন তেমন হলেও ক্যামেরা ভালো হওয়া চাই।তাদের জন্য আমি মনে করি এই মোবাইল টাই পারফেক্ট।(লো বাজেটে)

মোবাইলের সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই দারুণ।
তাও আবার ডুয়েল ফ্ল্যাশ!!!
এই কম দামি মোবাইলেই রয়েছে Portrait Mod.
এই ফোনের ক্যামেরার আর আর একটি বিশেষ ফিচার হচ্ছে ক্লিক করার সাথে সাথেই ক্যাপচার করা।
অনেক মোবাইল আছে ছবি তুলতে গেলে ক্লিক করার পর ৫-৬ সেকেন্ড অপেক্ষা করা লাগে।
তারপর ক্যাপচার হয়। কিন্তু এই মোবাইলে ক্লিক করার সাথে সাথেই ক্যাপচারড।
দেখে নিন এই মোবাইল দিয়ে তোলা কিছু ছবি।



পারফর্মেন্সঃ

আমার মত অনেকই আছেন যারা মোবাইল এর অন্য সব ফিচারস বাদ দিয়ে পারফর্মেন্স টাকেই গুরুত্ব দেন বেশি।
তাদের জন্য অন্যান্য নন ব্র‍্যান্ডের মোবাইল থেকে এই মোবাইল টাই ভালো হবে বলে আমি মনে করি।
এই মোবাইলে রয়েছে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম। প্রসেসর Quad Core 1.3Gh

আর দাম হিসেবে মোবাইলের গ্রাফিক্স ও অসাধারণ।

আমি মোবাইল্টা ব্যবহার করে ভালোই পারফর্মেন্স পাইচি… অনেক বড় সাইজের গেম ও খেলছি কিন্তু হ্যাংিং ল্যাগিং পাইনি।

ব্যাটারি পারফর্মেন্সঃ
এই ফোনে রয়েছে ২৫০০ mAh এর লিথিয়াম ব্যাটরি।
আমি কিন্তু মোবাইলের Heavy User. তারপর ও ভালোই ব্যাক আপ পাইছি।

এক্সট্রা কিছু ফিচারসঃ
এই ডিভাইচে রয়েছে Smart Wake ও Smart Action.

এই কম দামের ভিতরে ভিতরে আর কী ফিচারস চান??
আমার মতে এই বাজেটে এটাই পারফেক্ট মোবাইল।
আপনার বাজেট যদি এর ভিতরে হয়ে থাকে চোখ বন্ধ করে Sypmhony i60 নিয়ে নেন।
এই বিষয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করুন।
যদি ভালো লাগে আমার সাইটি একবার ঘুরে দেখবেন আমার সাইট MXTRICKS.COM

Exit mobile version