Site icon Trickbd.com

4G সাপোর্টেট Symphony মোবাইল। যা আপনাদের সবার সাধ্যের মধ্যে। দেখে নিন রিভিউ। বিস্তারিত পোস্ট এ…

Unnamed


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________

❏❏ আমি আজকে হাজির হলাম Symphony G100 phone✆✆✆ এর ছুটো খাটো রিভিউ নিয়ে।
ফোনটি তে Grammenphone এর কিছু অফার আছে যা, ওদের শপ থেকে কিনলে সেগুলো বোনাস পাবেন। আমি ওগুলো আর দিলাম না। যদি আপনি ফোনটি কিনতে চান। তাহলে খুজ নিয়ে দেখতে পারেন।
.
তো রিভিউ তে যাওয়া যাক..
.
❐❐প্রথমেই Display এর কথা বলি☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Type: হলো IPS Full version Touchscreen.

Display Size: হিসেবে থাকছে 5.45inches বলা যায় Display ভালোই বড়।

Dimensions: 148×71×9.1mm.

Weight: ফোনটির ওজন হলো 115.5gm.

Resolution: ফোনটির রেজুলেশন হিসেবে থাকছে FWVGA 854×480pixels (197ppi).

Build: ফোনের বডি হলো Plastic body.

Protection: মানে কোনো বেক কাভার পাবেন না ফোনটির সাথে।

________________________
❐❏এবার আসি ফোনটির Camera এর কথায়☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Primary Camera: 5MP সাথে ফিচার হলো(LED Flash, up to 4x Zoom, f/2.2 aperture, সাথে থাকছে Samsung এর Sensor.

Secondary Camera: 5MP With (LED Flashlight) Samsung Sensor & f/2.4 aperture.

Video Recording: Full HD (1080p)

_______________________

❏❐ব্যাটারি :☞☞☞
°°°°°°°°°°°°°°°°°
Battery Type : Lithium-ion 2500mAh,
ফোনের উপর নিরভর করে বলা যায় ব্যাটারি মোটামোটি ভালোই হইছে।

Battery Performance : Stand by up-to 255 hours & Talk Time 5.5 hours.

________________________
❐❐Hardware & Memory ☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Chip set: 1.3 GHz Quad-Core Possessor

GPU: 600 MHz

RAM: হিসেবে থাকছে 1GB যা মোটা মোটি ভালোই বলা যায়।

ROM: থাকছে 8GB যা দিয়ে মোটামোটি ভালো জায়গা পাওয়া যাবে।

Expandable Memory : MicroSD থেকে সর্বচ্চো 32GB পযর্ন্ত সাপোর্ট করবে।

☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
∵∵ফোনের ভার্সন বা Operating System হিসেবে পাচ্ছেন আপনারা সর্বশেষ যেটা সেটা হলো Android Oreo v8.1 (Go version).
☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
________________________
∴∴Sensor হিসেবে থাকছে: G-sensor, Proximity, Light.
________________________
∴∴Sim Card : Dual SIM, (Micro-sim)

________________________
∵∵USB এর ক্ষেএে Micro Usb v2.0. usb-on-the-go+(OTG Support)

________________________
∴∴Wireless LAN : Yes
—————————————-
♻এছাড়াও অন্য আন্য ফিচার গুলো হলো:
Bluetooth, GPS, A-GPS, mp3, mp4, Radio, GPRS, EDge, Multi touch, Loudspeaker.
*****************************************

✆সবশেষে Network Scope : এটাতে সাপোর্ট করবে (2G, 3G, 4G) Network.

*****************************************

ফোনটি রিলিজ হয়েছে ২০১৮ এর আগস্ট মাসে।
ফোনটির কিছু ছবি দেখে নিন।


.
এই ফোন টি যদি আপনার পছন্দ হয় বা কিনতে চান?? তাহলে আপনার পকেট থেকে খরচ করতে হবে ৫৯৯৯ টাকা।
আর এর দাম বাজার বা স্থান ভেদে কিছু কম বা বেশি হতে পারে।
×××××××××××××××××××××××××××××××××

আমার নিজের মতে যেটা বলছি::
ফোনটি আমার মতে ভালোই আছে কিন্তু যেহেতু দাম টা প্রায় ৬০০০ টাকা তাই কেমেরা টা, আমার কাছে একটু কম মনে হইছে যদি Back Camera 8mp দিলে ভালো হতো। আর ফোনের দিক বিবেচনা করে দেখলে আমার মতে দামটা যদি ৫২০০-৫৫০০ টাকা দাম হতো তাহলে ভালো হতে।

আর বাদ বাকি যা করার তা আপনার করেন। বা বলেন।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣