হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই?
ঈদকে সামনে রেখে পোশাকের পাশাপাশি অনেকে নানা
ধরনের স্মার্ট ফোন কিনে থাকেন। যদিও আমার মত গরীব রা না।
তারপরও সবাই তো আর আমার মত গরীব নয়?
কিন্তু গরিব বড়লোক সবাই চাই তালিকার শীর্ষে যে স্মার্টফোন গুলো আছে সেগুলো দেখে শুনে কেনার জন্য।
আর স্মার্টফোন ব্র্যান্ড গুলোও ঈদে নানা অফারে মুখরিত করে তোলে ফোনের বাজার।
কিন্তু আমাদের মত সাধারণ মানুষের সমস্যা হয় কোন জায়গায় জানেন?
এত এত মোবাইল ব্র্যান্ড এর মধ্যে বাজেট অনুযায়ী সেরা স্মার্টফোন বেছে নিতে?
তাই আগ্রহী ক্রেতাদের ফোন খোঁজাখুঁজির কাজকে সহজ করতে ট্রিকবিডি খুঁজে বের করছে ঈদের স্মার্টফোন বাজারের সেরা ফোন গুলা।
তো এই ঈদে সেরা স্মার্টফোন গুলো খুঁজে এনে আপনাদের সাথে শেয়ার করার তিনটি এপিসোড করব বলে আমি ঠিক করেছি।
এ ধারবাহিকের আজকের প্রথম পর্বে স্বল্প বাজেটের ৫ থেকে ১০
হাজার টাকার মধ্যেকার স্মার্টফোনের তথ্য থাকছে।
তো চলুন বেশি বকর বকর না করে শুরু করি?

গ্যালাক্সি এম১০
অল্প বাজেটের মধ্যে বড় ডিসপ্লের ফোন কিনতে পছন্দ করেন কে কে হাত উঠান দেখি। ও মা এতো দেখি সবাই হাত উঠিয়েছে।
গ্যালাক্সি এম১০ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের ফোনটি অনলাইনে ই-
কমার্স চ্যানেল থেকে ১০ হাজার ৯৯৯ টাকায় কেনার সুযোগ পাচ্ছেন।
দাঁড়ান আর একটা জিনিস পাবেন কিন্তু সেটা কি কি কি কি কি বলুন তো?
ক্যাশব্যাক ক্যাশব্যাক হ্যাঁ আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে নির্দিষ্ট ক্যাশব্যাক তো পাচ্ছেনই ওহ যেন ভাবা যায় না।
আবে ওই মিয়া ফোন কি আছে হেইডাই তো কইলি না।?
ভাইয়া বলছি তো রাগ করেন কেন?

ফোনটিতে রয়েছে দুই গিগাবাইট র্যাম পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল এর দারুন একটি ক্যামেরা।
আর ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ তো থাকছেই। এবং আপনি চাইলে আরো ৫১২ গিগাবাইট পর্যন্ত থার্ড পার্টি মেমোরি ব্যবহার করার সুযোগ মিলবে।
এখন যদি ব্যাটারি কথা বলি তাহলে মোটামুটি খারাপ না ভালো ব্যাটারি পারফরমেন্সের জন্য থাকছে ৩৪০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি ফোনটিতে 4G নেটওয়ার্ক ও আছে। তাই এই ঈদে যারা ব্র্যান্ডের ফোন কেনার কথা ভাবছেন তাদের এটাও বেস্ট চয়েজ হতে পারে।

টেকনো আই স্কাই-২
এটিও দারুন একটি স্মার্টফোন হতে পারে আপনার জন্য ফোনটিতে যা থাকছে। ও আরেকটি কথা ৩ জিবি র্যাম এর এই স্মার্টফোনটিতে এ কিছু টাকা ডিসকাউন্ট ও পাওয়া যাচ্ছে।
ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ৯৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন দারুণ এই স্মার্টফোনটি। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি দেয়া হয়েছে।
৩০৫০ মিলি এম্পিয়ারের দারুন একটি ব্যাটারি দেয়া হয়েছে।
সামনে এবং পিছনে উভয় ক্যামেরা দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের যা দিয়ে অসাধারণ সেলফি তোলা সম্ভব। আর সাথে ফেস আনলক ও মিলবে।
তো আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে।

শাওমি রেডমি ৬এ
অল্প সময়ে সব থেকে বেশি জনপ্রিয় পাওয়া স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ৯৪৯৯ টাকা দামের এ ফোনে ঈদ উপলক্ষে ৫০০ টাকা ছাড়ে পাওয়া যাবে ৮৯৯৯ টাকায়।
ফোনটিতে আছেন ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। ফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ৫ দশমিক ৪৫ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে।
আর ফোনটি পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের ও সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল দেয়া হয়েছে। ৩০০০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারির এই ফোনে এআই ফেস আনলক সুবিধাও মিলবে।
আর সাথে দুইটা ফোরজি সিম ব্যবহার করার সুবিধা তো থাকছেই আর হ্যাঁ চাইলে মেমোরি কার্ড ও ব্যবহার করতে পারেন।
তো আপনি ফোনটি যদি এম আই শোরুম থেকে নেন তাহলে বাংলালিংকের পক্ষ থেকে ১২ মাসে ১২ জিবি এবং একটি বাংলালিংক সিম ফ্রি পাবেন।
তো আপনার বাজেট যদি ৮ থেকে ৯ এর মধ্যে হয় তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস হতেও পারে।

হুয়াওয়ে ওয়াই ৫ ২০১৯
ওয়াটার ড্রপ নচ ফিচারের ৫ দশমিক ৭১ ইঞ্চির এ ফোনে মিলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ পাই সংস্করণ ব্যবহারের সুযোগ।
২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এ ফোন দিয়ে
দৈনন্দিন সব কাজ করা যাবে অনায়াসেই।
ফোনটিতে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যা দিয়ে অনায়াসেই দারুন দারুন ফটো তোলা সম্ভব।
আর সাথে ৩০২০ মিলি অ্যাম্পায়ারের দুর্দান্ত একটি ব্যাটারিও পাচ্ছেন।
তো এই ফোনটি কিনতে হলে আপনাকে গুনতে হবে মাত্র ৯৯৯৯ টাকা। আরেকটি কথা ফোনটি কিনলে আপনি একটি মোটর বাইক এর মালিক হতে পারেন।
ওই ব্যাটা কি কস ফাজলামি শুরু করছোস?
বিশ্বাস করেন ভাই একদম ফাজলামি না এই ফোনটি কিনলে সাথে একটি লটারি পাবেন ভাগ্য ভালো থাকলে আপনিও মাধ্যমে মোটরসাইকেল, থাইল্যান্ড ট্রিপসহ অন্যান্য এগুলোর মধ্যে একটি পেয়ে যেতে পারেন।

ওয়ালটন আর ৫ প্লাস
বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই আমাদের বাংলাদেশী মোবাইল ফোন ব্র্যান্ড ওয়ালটন।
তাই ওয়ালটন এনেছে এই ঈদে সেরা স্মার্টফোন মাত্র ১০
হাজার ৯৯০ টাকায় ৩ গিগাবাইট র্যামের ৫ দশমিক ৭২ ইঞ্চি ফুল ভিউ এ ফোন অনেকের নজর কাড়বে।
আর সাথে থাকছে ৩০০০ অ্যাম্পায়ার এর দারুন একটি ব্যাটারি। আর ফেস আনলক তো থাকছেই।
ফোনটিতে পিছনের ক্যামেরা দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের এবং সামনেরটা ৮ মেগাপিক্সেলের যা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি ও ভিডিও করা সম্ভব।
তো এই এপিসোডের প্রথম পর্বের ফোন গুলো দেখে নিলেন তো আগামীকাল বা পরশু দিন দ্বিতীয় পর্ব আসবে তো তার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
তো পোস্টটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্স তো আছেই চাইলে জানাতে পারেন।
আর আপনি যদি এমনই সুন্দর এবং আনকমন ইন্টারেস্টিং পোষ্ট দেখতে পছন্দ করেন তাহলে তো আবার ও কমেন্ট বক্স এর দিকে তাকাতে হচ্ছে আমাকে জানানোর জন্য।
ও হ্যাঁ চাইলে আপনার বন্ধুদের কেউ পোস্টটি শেয়ার করে তাদেরকেও ফোন গুলো দেখার সুযোগ করে দিতে পারেন কিন্তু।
তো আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত আল্লাহ হাফেজ।
ডলার কিনুন এবং বিক্রি করুন এখানে।

20 thoughts on "১০ হাজার বাজেটের সেরা কিছু স্মার্টফোন পর্ব ১।"

  1. Shifat Hossin Contributor says:
    তোহ পোস্টটি ভালই অইছে ভাই??
    1. Imran Contributor Post Creator says:
      ধন্যবাদ
  2. Dewan23 Contributor says:
    Phone gulor full review deya uchit chilo kintu.
    1. Imran Contributor Post Creator says:
      সম্পূর্ণ রিভিউ লিখতে গেলে আমার দুই দিন সময় লেগে যে তো ভাই।
    2. Dewan23 Contributor says:
      Apni net theke screenshot niye dite parten mobile er features.
      Abar apni ekhon o add korte paren somoy niye vaiya.
    3. Dewan23 Contributor says:
      Otherwise I am waiting your second part.
      You go to raise.
  3. Dewan23 Contributor says:
    Any way Nice post
    1. Imran Contributor Post Creator says:
      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
    1. Imran Contributor Post Creator says:
      thanks
    1. Imran Contributor Post Creator says:
      ধন্যবাদ
  4. ibrahim_khalil Contributor says:
    onek valo post
    1. Imran Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই
  5. Mr. JIZ Author says:
    Galaxy M10 এ ফ্রন্ট ক্যামেরা 8 Megapixel নারে ভাই।
    Samsung Galaxy M10:
    13 Megapixel Rear Camera+2 megapixel camera (Deep Sensor)
    And 5 Megapixel Front Camera
  6. Md.Monir Khan Contributor says:
    আপনি বোধ হয় walton h8 দেখেন নি একবার দেখুন কেমন
  7. Sazib Bangladeshi Author says:
    M theke besi balo A
    Ami samsung e kaj kori
    Amar mote A 30, 50 best
  8. MD Mizan Author says:
    পোস্ট ভালো কিন্তু অতিরিক্ত পেচাল পোস্টে মেজাজ গরম করায়।??
  9. Tamim Rana Contributor says:
    ????? ki diya ki
  10. Towfiq Contributor says:
    Vai m10 vlo hoba na tecno isky 2 ta vlo hoba.

Leave a Reply