হেই গাইস ইমরান হেয়ার, কি অবস্থা সবার?
সিম্ফোনি মূলত তাদের Z সিরিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য বাজারে নিয়ে এলো আকর্ষণীয় ফিচার যুক্ত ফুল ভিউ ডিসপ্লে আরেকটি নতুন স্মার্টফোন Symphony Z50 যেখানে পিভিআর সিম্ফনি জেড ২৫ থেকে Z50 ফলে বেশকিছু ইম্প্রুভ আনা হয়েছে, যার ইন্টারেস্টিং ফিচারস হবে পারফরম্যান্স ক্যামেরা ও বিগ ডিসপ্লে।


তো বন্ধুরা মাত্র ১০ হাজার ৯৯০ টাকার মধ্যে সিম্ফোনি কী কী দিয়েছে এবং এই স্মার্টফোনটি ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই পোস্টে তাই অবশ্যই আপনি পোস্টটি ঠান্ডা মাথায় সম্পূর্ণ পড়ুন।

তো বন্ধুগণ প্রথমে শুরু করব এই ডিজাইনটি নিয়ে তো symphony Z25 এর মত এই ডিভাইসটিতে ও কালি কার্বনের প্লাস্টিক বডি, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।

ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং তার সাথে নিচে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কথা বললে আগের সব ডিভাইসের তুলনায় এটা ফাস্ট এবং একুরেট পেয়েছি।

এছাড়াও ডেডিকেটেড সিনক্লার উইথ মাইক্রো এইচডি কার্ড মাইক্রো ইউএসবি পোর্ট ভলিউম লেখার ও হেডফোন জ্যাক এর মত ফ্যাসিলিটিজ থাকছে, আর ফোনটির ওয়েট মাত্র ১৮৬ গ্রাম।


symphony z50 ডিভাইজের ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে ৬.৫ ইঞ্চ এইচডি প্লাস ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল দেয়া হয়েছে। 720 x 1600 pixels, ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন ইউজ করতে পছন্দ করেন সেই সকল মানুষের জন্য এটা কিন্তু প্লাস পয়েন্ট থাকছে অবশ্যই।

আর এই ডিভাইস টি পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্ট এ aurbf blue and Caribbean blue,


এবার কথা বলব পারফরম্যান্স আই মিন চিপসেটের কথা তো এতক্ষণে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে ফিটফাট আর নিচে সেই মিডিয়াটেকর কথা শুনলে অনেকে পাবনায় যেতে ইচ্ছে করবে কিন্তু ভাই দামটাও তো অবশ্যই মাথায় রাখতে হবে তাইনা?
এই ডিভাইসটিতে থাকছে মিডিয়াটেক Helio P25 অক্টা কোর প্রসেসর সেইসাথে জিপিউ হিসেবে থাকছে ARM Mali-T88 যার ফলে নরমাল গেম প্লে করলে অনায়াসে তা হ্যান্ডেল করতে পারবে symphony z50 তবে পাবজি কল অফ ডিউটির মত গেমগুলো রান করাতে একটু হিমশিম ই খেতে হবে ডিভাইসটির।

ফোনটি সুপারফাস্ট গতিতে রান করার জন্য এতে রয়েছে ৪ জিবি র্যাম সেইসাথে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজঃ বা ফোন মেমোরি। এবং সেইসাথে micro-usb এক্সপেন্ড করা যাবে ১২৮ জিবি পর্যন্ত।


আর অপারেটিং সিস্টেম এটিতেও আমি অ্যান্ড্রয়েড ১০ আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই Android 9 pie কেই দেখতে হলো। এবং তার সাথে সাথে এই ডিভাইসটিতে মিলবে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়া রয়েছে বাকি সব বেসিক সেন্সর।

তো চলুন এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে, তো symphony z50 ফোনে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের যার অ্যাপাসার ২.০ এবং তার সাথে রয়েছে ২মেগাপিক্সেল প্লাস ২ মেগাপিক্সেলের আলাদা দুটি ক্যামেরা সেন্সর,

আর ক্যামেরা ফিচারস হিসাবে থাকছে প্রোটেক্ট মোট, ফেস বিউটি,নাইট সট, এইচডি আর, ফেস ডিটেক্ট, গুগোল লেন্স, সহ আরো দারুন দারুন ফিচারস, আর ডিভাইসটির ফন্ট প্যানেলে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা।


আর এই ডিভাইসটির ব্যাটারি হিসেবে থাকছে ৪০০০ এম্পিয়ার ব্যাটারি যেটা নরমালি যে এক থেকে দেড় দিন আপনাকে অনার্সের ব্যাকআপ দিবে, আর হেভি ইউজ করলে ৬ থেকে ৭ ঘন্টা ব্যাকআপ পাবেন নিমিষেই।

তো ভিউয়ার্স মাত্র ১০,৯৯০ টাকার এই ডিভাইসটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর এই পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু কিংবা প্রিয় মানুষটির কাছে পৌঁছে দিন।

আর গেজেট বিডিতে “Symphony Z50” পাওয়া যাচ্ছে ৫০০ টাকা ডিস্কাউন্টে মাত্র ১০,৩০০ টাকায় অফিশিয়ালি
স্টক লিমিটেড তাই এখনি অর্ডার করুন: 01316315651

এবং আপনার এই পোস্টটি যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন নেক্সট কোন ডিভাইসের আপনি চাচ্ছেন ট্রিকবিডিতে।


ফাটাফাটি অফার LG G7 ThinQ ৪-৬৪ জিবি পাওয়া যাচ্ছে মাত্র ৭,৯৯০ টাকায় , এটিও স্টক লিমিটেড।
অর্ডার করার জন্য কল করুন: 01316315651

তো আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবারো নতুন কোন টেক কিংবা মোবাইল রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ট্রিকবিডির সঙ্গেই থাকুন ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আল্লাহ হাফেজ।

7 thoughts on "Symphony Z50 বাংলা রিভিউ | মধ্যবিত্তের সাধ্যের মধ্যে !!!"

  1. MD Shakib Hasan Contributor says:
    Facebook id link dan
    1. Nirab Hossain Contributor Post Creator says:
      ভাই আমি পার্সোনালি ফেসবুক ইউজ করিনা ?
  2. firozrana046 Contributor says:
    Pubg khelte him sim khay symphony…. phone use na kore review den…Symphony z50 lagbe na z25 pubg khele dakhen….amar soto vai sara din pubg khele z25 a…battary backup sey…and kono lake nai……3gb ram a je performance… z50 to aro 4gb…xiaomi theke gaming valo performance paben…but camera symphony ar aktu low.
    1. Nirab Hossain Contributor Post Creator says:
      ভাই র্যাম বেশি হলেই যে পারফরমেন্স ভাল পাবেন
      এমনটা কিন্তু নয়।
  3. Alif Author says:
    12990 Takay realme 5i ache. SD665 Processor + 4GB ram… ki dorkar ei symphony kinar…
    1. Nirab Hossain Contributor Post Creator says:
      জি যেমনটা আপনার ভাল মনে হয়, ?
      আর আপনি যেহেতু বলছেন কি দরকার এটা কিনা ,
      তাহলে বলি ভাই আমাদের দেশী স্মার্টফোন কে যদি আমরাই সাপোর্ট না করি,
      তাহলে কিভাবে আমরা উন্নত করবো বলুন?
  4. Nishat Roni Contributor says:
    ভাই গেজেট ভিডির লিংক দেন ???

Leave a Reply