Site icon Trickbd.com

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে অবাক করা ৪ টি স্মার্টফোন!

Unnamed

আজকে এই পোস্টে কথা বলব সেরা পাঁচটি স্মার্টফোন এর ব্যাপারে! যার প্রাইস ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে। ৫ টি ফোনকে সিলেট করার প্রধান কারণ এর ডিসপ্লে পারফরম্যান্স ক্যামেরা ও ব্যাটারির জন্য।

তাই আপনার বাজেট যদি ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটে ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনটা জানতে চান। তাহলে অবশ্যই পোস্ট শেষ পর্যন্ত চোখ রাখুন।


১। Realme c3
রিয়েল মি সি থ্রি সম্প্রতি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে, এর ডিসপ্লের ব্যাপারে যদি বলি তাহলে এখানে থাকছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে যেটা কিনা একটি আইপিএস প্যানেল।
ফোনটি ডিসপ্লে প্রটেকশনের জন্য ফ্রন্টে দেয়া হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস ৩।

সিকিউরিটির জন্য থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। ফোনটির চিপসেটের ব্যাপারে বলতে গেলেএখানে ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G70 অক্টোবর প্রসেসর।

Realme c3 এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ ১২+২+২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট এ থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ডিভাইসটিতে থাকছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্তরেজ আর তার সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট এর মত ফ্যাসিলিটিজ, অর্থাৎ দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাবেন।

ফোনটির সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ৫০০০ মিলি এম্পিয়ার এর দুর্দান্ত ব্যাটারি, সবশেষে বলব ফোনটির প্রাইস এর ব্যাপারে তো realme c3 এর অফিশিয়াল প্রাইস ১০,৯৯০ টাকা।
তো সবকিছু মিলিয়ে ফোনটি মোটামুটি আপনার জন্য এই বাজেটে বেস্ট হবে।


২। Infinix hot 8
লো বাজেট সেগমেন্টে এটাও একটি দারুন স্মার্ট ফোন, এতে ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস আই পি এস প্যানেল।
ফোনটির সামনে এবং পিছনে থাকছে গ্লাস মেটেরিয়াল।

সিকিউরিটির জন্য থাকছে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এর মত ফিচার, ফোনটির পারফরম্যান্সের বিষয়ে যদি বলি তো এখানে ব্যবহার করা হয়েছে MediaTek helio a22

এর পাশাপাশি হট এইটে রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ ১৩+২+২ মেগা পিক্সেল এর ক্যামেরা এবং ফ্রন্ট এ থাকছে ৮ মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা।

এর মধ্যে আরও থাকছে ৪ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজঃ আর তার সঙ্গে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মতো ফ্যাসিলিটিজ।

বন্ধুরা এই ইনফিনিক্স হট আইটেম টপ হাইলাইটস ফিচার এর ৫০০০ এম্পিয়ার এর দুর্দান্ত ব্যাটারি।
বর্তমান ফোনটির অফিশিয়াল প্রাইস ১০,৯৯০ টাকা মাত্র!
তো সবকিছু মিলিয়ে এই বাজেটে এই ফোনটা একবার দেখতে পারেন ভালো হবে আশা করছি।


৩। Realme 5i
এই ফোনটি যদি ডিসপ্লের ব্যাপারে বলি প্রথমেই তাহলে এতে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।
এতে ব্যবহার করা হয়েছে rear-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ইন সিস্টেম।

ফোনটিক পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ পাওয়ারফুল প্রসেসর! যেখানে জিপিও হিসেবে থাকছে Adreno 610

ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে ১২+ ৪+ ২ +২ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট এ থাকছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা!
ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। তার সঙ্গে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা অর্থাৎ আপনারা দুইটা সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন।

ফোনটিতে পাওয়ার ব্যাকআপ এর জন্য ৫০০০ এম্পিয়ার ব্যাটারী থাকছে, আর কালার ভেরিয়েন্ট হিসেবে থাকছে ব্লু এবং গ্রীন।
ফোনটির অফিশিয়াল প্রাইস ১২,৯৯০ টাকা মাত্র! তো সবকিছু মিলিয়ে এই ফোনটি ও বেস্ট একটি ফোন এই প্রাইস বিবেচনায়।


৪। Oppo A5 2020
ফোনটি ডিসপ্লের কথা যদি বলি তাহলে এখানে থাকছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে যা কিনা আইপিএস এলসিডি প্যানেল।
ফোনটির ডিসপ্লে প্রটেকশন হিসেবে এর ফ্রন্ট ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস ৩ এর সাপোর্ট।

ফোনটির পিছনে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম।

ফোনটি পারফরম্যান্স সেকশনের ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ ।
ফোনটির প্রথম আকর্ষণ হচ্ছে কোয়াট ডিয়ার ক্যামেরা সেটআপ ১২+৮+২+২ মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

রেম ও রম হিসেবে থাকছে তিনটি আলাদা ভেরিয়েন্ট ৩-৬৪ ৪-৬৪ এবং ৪-১২৮ জিবি! এর সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট।

এই ফোনের আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পেরে দুরন্ত ব্যাটারি! ফোনটি প্রাইস এর কথা বলতে গেলে এর বেস্ট ভেরিয়েন্ট এর প্রাইস হচ্ছে গিয়ে ১৬,৯৯০ টাকা!
ব্র্যান্ড ভ্যালু হিসেবে ফোনটি মোটামুটি ভালই হবে।

তো বন্ধুরা এই পাঁচটি স্মার্টফোন এর মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আজকের মত এ পর্যন্ত ভালো থাকুন।