হেই গাইস হৃদয় আছি আপনাদের সঙ্গে আশা করছি সকলে অনেক ভালো আছেন?
ট্রিকবিডিতে আমার প্রথম পোষ্ট জানিনা কেমন লাগবে আপনাদের। তবে আমি ট্রাই করবো যেন একটু হলেও আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পারি।
আজকে আমরা কথা বলবো খুবই কম প্রাইজের একটি 4G সাপোর্টেড স্মার্টফোন সম্পর্কে, আসলে আমরা অনেকেই আছি যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদ এবং ইচ্ছা থাকলেও বাজেট না থাকাটাই ভালো একটি স্মার্টফোন কিনতে পারি না।
তো আজকে আমি কথা বলব Gphone -A9 Pro যেটা একটি নন-ব্র্যান্ড এবং চাইনিজ প্রোডাক্ট হলেও আমাদের অফার করছে ৪,০০০ টাকায় অনেক কিছু।
তো শুরুতেই কথা বলি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে।
এই স্মার্টফোনে থাকছে প্লাস্টিক বিল্ড এর সাথে ব্যাক প্যানেল টিও প্লাস্টিক তবে দেখতে অনেকটাই প্রিমিয়াম।
ফোনটির মধ্যে রয়েছে ২ জিবি রেম এবং ১৬ জিবি ইন্টারনাল বা ফোন মেমোরি।
থাকছে ৪,৫০০০ মিলি এম্পিয়ার এর ইম্প্রেসিভ ব্যাটারি, যেটা দিয়ে টানা দুইদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
ফোনটির বক্স মধ্যে পেয়ে যাবেন একটি ১০ ওয়ার্ডের এর চার্জার একটি হেডফোন এবং একটি ইউজার ম্যানুয়াল যেটা আমরা কখনোই পড়িনা।
ডিসপ্লে হিসেবে রয়েছে ৬ ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন ফুল এইচডি প্লাস!
১৩ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং ২১ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা।
যে ক্যামেরাগুলো দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তোলা সম্ভব।
থাকছে একটি Quad-Core প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড ১.৬ গিগাহার্জ।
ফোনটিতে পাবজি এর মত গেম খেলাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে উঠবে, তবে ফ্রী ফায়ার টেম্পল রান গাংস্টার ভেগাস এর মতো গেম বেশ স্মুথলি চলছিল।
থাকছে ডুয়েল সিম কার্ড স্লট এর পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড স্লট, এখানে সর্বোচ্চ এক্সপান্ড করতে পারবেন ১২৮ গিগাবাইট পর্যন্ত।
আর এই ফোনে ডুয়েল সিম কার্ড 4G সাপোর্ট করে।
অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমচালিত এই ডিভাইসটির বর্তমান অফিশিয়াল বাজার মূল্য ৪,০০০ টাকা।
ফোনটি কিনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন শপ এবং অফলাইন শপে তার মধ্যে অন্যতম ট্রাস্টেড একটি অনলাইন শপ হল মোহন টেলিকম।
তো এই ছিল এই ডিভাইস টি কে নিয়ে আমার ছোট্ট ওপেনিয়ন, সবশেষে এটা বলা চলে এই বাজেটে এর থেকে ভাল ফোন আশা করাটা সম্পূর্ণ পাগলামি ছাড়া আর কিছু না।
ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভাল থাকুন আল্লাহ হাফেজ।