বিষয়ঃ imo Ads ঝামেলার  দিনশেষ, চিরতরে মুক্তি পান ads থেকে তাও আবার বিনামুল্যে (প্রিমিয়ার ভার্শন ছাড়াই)৷

 

কিছুদিন আগে ইমু নিয়ে একটা পোস্ট করেছিলাম তাকে কমেন্টস করেছিল বেশ কয়েকজন ৷ যা লিখেছিল তা হলো “ইমু থেকে এডস রিমুভ করার উপাই থাকলে সেটা নিয়ে একটা পোস্ট যেন করি” অনেকেই ads থেকে মুক্তি পেতে ইচ্ছুক ৷ বাস্তবে আমিও এহার হাত থেকে বাঁচতে মরিয়া হয়েছিলাম ৷

 তবে আজ এহার হাত থেকে বেঁচেছি তাহলে এখন আপনার পালা ৷ 

 

চলুন তাহলে দেখা যাক আজকের পোস্টিঃ?

আলোচনাঃ

  • ইমু থেকে ads Remove করতে কোন এক্সট্রা “ads disable” এপস ব্যাবহার করতে হবেকলাই ৷ 
  • ইমু থেকে ads Remove করতে কোন  premiere version লাবেকলাই ৷
  • ইমু থেকে ads Remove করতে কোন সেটিং করতেও হবেকলাই ৷
  • ইমু থেকে ads Remove করতে কোন “imo beta” imo” imo hd” লাবেকলাই ৷

প্রশ্নতাহলে কি ভাবে

Just for waiting…….!

 

প্রশ্ন তো মনের ভিতর হতেই পারে ৷ 

যত প্রশ্ন তত উওর যাই হোক মুল আলোনায় ফেরা যাক ৷

 

উওরঃ

  1. প্রথমে প্লে স্টোর খুলুন, তারপর সার্জ করুন “imo plus” লিখে, অথবা এখানে ক্লিক করুন এপস লিংক ৷
  2. তারপর ইনিস্টল দেওয়া হলেই আপনার কাজ শেষ হবে না ৷ 
  3. imo plus ওপেন করুন ৷
  4. তারপর নাম্বার দিয়ে ভেরিফাই কেড যাচাই এর মাধ্যমে একাউন্ট  করুন ৷
  5. তারপর দেখুন কোন ads আছে কিনা ৷ 
  6. চেক করতে কল করুন যে কাউকে ৷

তাহলে বন্ধুরা প্রশ্নের উওর  পেলেন ৷

 

কিছু স্ক্রিনসুটঃ

 

Imo plus:

এপস টি ব্যাবহার খুব সহজ এবং সাধারন অন্যান্য imo এর মতই তবে অতো ফিউচার নেই খুবই সাধারন ৷

কোন ads এর ঝামেলা নাই ৷

 

ভিডিও অডিও কল ক্লিয়ার ৷

খুব তারা তারি কাজ করে ৷

 

imo plus play stor info:

 

Post না বুজলে ১০০ বার কমেন্ট করুন ৷ উওর পাবেন ইন্শাল্লাহ ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
 

আমি ট্রিকবিডির প্রোফেশনাল লেখক না যে লিখতেই হবে ৷ তবে পোস্ট লিখতে ভালবাসি বলেই পোস্ট গুলা লিখি এবং খুজে খুজে সন্ধান করে আপনাদের মাঝে ট্রিকস গুলা ভাগাভাগি করি নিজের সময় ব্যায় করে ৷ যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করবেন, দয়াকরে বাজে মন্তব্য বন্ধ করুন  ৷ 

 

15 thoughts on "imo Ads ঝামেলার  দিনশেষ, চিরতরে মুক্তি পান ads থেকে তাও আবার বিনামুল্যে (প্রিমিয়ার ভার্শন ছাড়াই)৷"

  1. Assassin’s Creed Contributor says:
    হবেকলাই টা কি ভাই?
    1. sopon Author Post Creator says:
      হবে না ৷ শাওতালি ভাষা
  2. Ryan XM Raj Contributor says:
    হবেক্লাই কি রে ভাই
    1. sopon Author Post Creator says:
      হবে না ৷ শাওতালি ভাষা
  3. Rakibul Islam Shakib Author says:
    হবেকলাই ata ki?
    1. sopon Author Post Creator says:
      হবে না ৷ শাওতালি বাংলা ভাষা
  4. NS Sabur Legend Author says:
    আলোচনাঃ
    ইমু থেকে ads Remove করতে কোন এক্সট্রা “ads disable” এপস ব্যাবহার করতে হবেকলাই ৷
    ইমু থেকে ads Remove করতে কোন premiere version লাবেকলাই ৷
    ইমু থেকে ads Remove করতে কোন সেটিং করতেও হবেকলাই ৷
    ইমু থেকে ads Remove করতে কোন “imo beta” imo” imo hd” লাবেকলাই ৷

    এগুলো কেমন লাগলো কাকে মিন করে বললেন।

    1. Cyber mad Contributor says:
      @NS Sabur Legend Author@ apnar imo premium use korle privacy hack hobe ?? Ar interface a apnar nam kivave set korsen??
    2. NS Sabur Legend Author says:
      @cyber mad ওটা অফিশিয়াল অ্যাপস কিছুই হ্যাক হলে কোম্পানি করবে আমি ছয় মাসের বেশি ইউজ করতেছি অনেকে করে কারো কোন প্রবলেম হয় নাই নামটা সেট করেছি app cloner premium দিয়ে
    3. Ehsan habib Contributor says:
      Apni jeta disen oita use krsi prblm hoy imo te na thakle call ashe na data always on e thake but app na dhuke karo call pai na
    4. sopon Author Post Creator says:
      কাউকে না রে ভাই ৷ শুধু মজা করে লেখা ৷
  5. EagleEye98 Contributor says:
    ইমোর মতো ফালতু এপ মানুষ ব্যবহার করে কেনো বুঝি না।
    আবাল হওয়ারও ওকটা সীমা থাকা উচিত। ইমোর থেকে Telegram এর নেটওয়ার্ক ইউজেস, সিকিউরিটি & এনক্রিপশন অনেক মজবুত পাশাপাশি এতে কোনো এডসের ঝামেলাও নাই।
    এখন টেলিগ্রামের র‍্যাংকিং ফেসবুকের মেসেঞ্জারের চাইতে ১০ গুণ ভালো আছে।
    যাই হোক, ওই থার্ড ক্লাসদের টোকাই মার্কা ইমো ছেড়ে একটা স্ট্যান্ডার্ড, মানসম্মত, এড ফ্রি এপ টেলিগ্রামে চলে আসেন সবাই।
    1. sopon Author Post Creator says:
      কি! আমি নিজেই ব্যাবহার করতেছি ৷
    2. Abdus Sobhan Author says:
      are vhai apni je link diyechen sekhane gele dekhai not found

Leave a Reply