নোকিয়া মানেই তো ফেলে আসা দিনের সাপ খেলা ৷
জীবনের প্রথম যখন মোবাইল ব্যবহার করেছেন
তখন অবশ্যই হয়তোবা নোকিয়া ফোন ব্যবহার করছেন ৷ নোকিয়া মানেই এক বিস্ময়কর মডেল ৷ অতীতে নোকিয়া অনেক জনপ্রিয় ছিলেন ৷ এখনো মিস করি নোকিয়ার সেইসব মোবাইল গুলোকে জানিনা ৷ হঠাৎ করে কেন যেন নোকিয়া বাজার থেকে বের হয়ে গেল ৷ কিন্তু কেন এটা একটা রহস্য! কয়েক বছর পর আবার ফিরে এসেছে নোকিয়া ৷
NOKIA C1 PLUS এর অনুমানিত ফিচার
Nokia C1 Plus ফোনে 5.45 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে, যা HD+ রেজোলিউশন হতে পারে। পাশাপাশি ফোনটি 4G কনেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা যেতে পারে। এই ফোনে 1.4GHz অক্টা-কোর প্রসেসর থাকবে। তবে এই ফোনে কী চিপসেট দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। এছাড়া 1GB র্যাম এবং 16GB স্টোরেজের সাথে আসবে এই ফোন। আপনি মাইক্রোঅসডি কার্ডের সাহায্যে পরবর্তীতে 64GB প্রযুন্ত বাড়িয়ে নিতে পারবেন।
ক্যামেরার কথা যদি বলি তবে ফটোগ্রাফির জন্য Nokia C1 Plus স্মার্টফোনে থাকছে একটি 5MP ক্যামেরা। এবং সেলফির জন্য দেওয়া হবে 5MP ক্যামেরা।
পাওয়ার দেওয়ার জন্য ফোনে ব্যাটারি হবে 2,500 mAh-এর।
Nokia C1 Plus স্মার্টফোনটি চালিত হবে Android 10 Go Edition অপারেটিং সিস্টেমের সাহায্যে। Android 11 Go Edition চলবে না এই ফোনে কারণ 1GB RAM অপশন তার জন্য কখনই উপযুক্ত নয়।
Nokia C1 Plus ফোন লাল এবং নীল রঙে পাওয়া যেতে পারে। এই ফোনের ডাইমেনশন 149.1 x 71.2 x 8.75ml হবে। তবে এই ফোন যে কবে বাজারে লঞ্চ করবে, সে বিষয়ে এখনও অবধি কোনও তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে, এই ফোনের দাম হবে খুবই কম।
নোকিয়া C1 PLUS KEY SPECS, PRICE AND LAUNCH DATE
Release Date: | 28 Dec 2020 |
Variant: | 16GB1GBRAM |
Market Status: | Rumoured |
KEY SPECS
Screen Size5.45″ (480 X 960) Camera5 | 5 MP Memory16 GB/1 GB Battery2500 MAh