আপনি যদি এই সময় একটি নতুন বাজেট স্মার্টফোনের খোঁজ করছেন, তবে আপনাকে জানিয়ে দি সম্প্রতি দেশীয় সংস্থা তার নতুন স্মার্টফোন Micromax In 1b এবং Micromax In note 1। এই মোবাইল ফোনের দাম ৮,০০০ টাকা থেকে শুরু। এছাড়া এই ফোনের রয়েছে কিছু দুর্দান্ত ফিচার, যা এই মোবাইল ফোনগুলি Realme Narzo সিরিজ এবং Redmi Note 9 কে টেক্কা দেবে।
এই ফোনগুলি ছাড়াও, আমরা আপনাদের জন্য একটি সেরা বাজেট ফোনের লিস্ট নিয়ে এসছি, যার মধ্যে অনেক সংস্থার ফোন রয়েছে। এই ফোনগুলোর বিশেষত্ব হল ফিচার, স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের পাশাপাশি ক্যামেরা এবং ব্যাটারি ইত্যাদি। অর্থাৎ এই তালিকায় যুক্ত মোবাইলগুলি কম দামে দুর্দান্ত ফিচার সহ আসে। তবে আসুন দেখে নেওয়া যাক ২০২০ সালে দেশের স্মার্টফোন বাজারে আপনি এই বাজেটের স্মার্টফোনগুলি কিনতে পারেন!
MICROMAX IN NOTE 1
Micromax IN Note 1 স্মার্টফোনে রয়েছে Helio G85 chipset এবং এটি পেয়ার করা থাকছে 4GB RAM দ্বারা। এর ফ্রন্ট প্যানেলে একটি 6.67 ইঞ্চির LCD এবং তারই সঙ্গে Full HD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও ফোনটির উপরের অংশে থাকছে সিঙ্গল পাঞ্চ হোল। আর সেখানেই থাকছে ফোনের 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে 48MP মেইন ক্যামেরা। এছাড়াও রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড ইউনিট। এছাড়াও ম্যাক্রো এবং ডেপথের জন্যও Micromax IN Note 1 ফোনে রয়েছে 2MP সেন্সরস। Micromax IN Note 1 ফোনের ব্যাটারি 5000mAh এবং এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। এই দামে মিলবে Micromax IN Note 1-এর 64GB স্টোরেজ অপশন। এছাড়াও ফোনটির 128GB ইন্টারনাল স্টোরেজের দাম 13,500 টাকা।
MICROMAX IN 1B –
এই ফোনেও রয়েছে Helio G35 chipset। এর ডিসপ্লে 6.52 ইঞ্চির LCD আর তার সঙ্গেই এতে রয়েছে HD+ রেজোলিউশন। ফোনের ঠিক উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে রয়েছে 8MP সেলফি ক্যামেরাটি। অন্যদিকে ব্যাক প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা। এর একটিতে রয়েছে 13MP মেইন এবং অন্যটিতে 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। ফোনটি মূলত দুটি স্টোরেজ অপশনে হাজির হয়েছে, 2/32 GB এবং 4/64 GB। আর এই Micromax IN 1B-র 2/32 GB এবং 4/64 GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,999 টাকা এবং 8,999 টাকা।
XIAOMI REDMI 9 PRIME
নতুন এই স্মার্টফোনটিতে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। এই ফোনটি MIUI11 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 এর ভিত্তিতে কাজ করে। পাওয়ারের জন্য, এই ফোনে 10W ফাস্ট চার্জিং সপোর্ট সহ 5,020 mAh ব্যাটারি রয়েছে। Redmi 9 Prime ফোনে ৪টি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্য়ে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-লেন্স, 5-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স, এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ লেন্স পাবেন। এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। রেডমি 9 প্রাইম দুটি ভেরিয়েন্টে বাজারে উপস্থিত রয়েছে। এর 4 জিবি + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 12,500 টাকা, এছাড়া 4 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,500 টাকা।
Xiaomi Redmi 9 Prime Price & Release Date in Bangladesh 14,000 but now price starting at BDT. 13,500. The Xiaomi Redmi 9 Prime is available
REALME 7
ফোনটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি ফুল এইচডি+ডিসপ্লে রয়েছে। 90Hz রিফ্রেশ রেট সহ আসা এই ফোনের স্ক্রিন-টু-বডি অনুপাত 90.5 শতাংশ। ফোনের স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস এর সুরক্ষা দেওয়া। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ এই ফোনে রয়ছে হেলিও জি 95 গেমিং প্রসেসর। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর উপর ভিত্তি করে Realme UI-তে কাজ করে। ফটোগ্রাফির জন্য ফোনে একটি 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফির জন্য আপনি ফোনে একটি 16 মেগাপিক্সেল ইন-ডিসপ্লে ক্যামেরা পাবেন। রিয়্যালিটি 7 -এ 5000mAh ব্যাটারি রয়েছে যা 30 ওয়াট ডার্ট চার্জিংকে সপোর্ট করে।
Realme 7 official price in Bangladesh starting at BDT. 19,500.
আজ এই প্রযুন্ত পরের পোস্টে আবার দেখা হবে ৷
ছবি সগ্রহ গুগল ৷