Site icon Trickbd.com

[Hot] বাংলার বাজারে Realme X50 Pro 5G phone দেখে নিন রিভিউ

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ৷আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের পোস্ট আপনাকে স্বাগতম ৷

আমরা সবাই জানি থ্রিজি নেটওয়ার্ক আমাদের দেশে আসতে প্রায়   10 বছর লেগেছিল, তবে ফোরজি আসতে খুব অল্প সময় লেগেছিলো ৷ এখন অপেক্ষা ফাইভ জি নেটওর্য়াক এর ৷ জানিনা ফাইভ-জি নেটওয়ার্ক কবে আসবে তবে 5 জি মোবাইল বাংলাদেশের পাওয়া যাচ্ছে ৷

তাইতো আজকে আমি আপনাকে রিয়েল মি 5 জি ফোন রিভিউ জানাবো ৷

Realme নতুন 5G Mobile থাকছে হাইস্পিড চার্জিং স্টেম ৷ মাত্র ৩৫ মিনিটে চার্জ ফুল হবে ৷ 

এই ফোনে স্টোরেজ 12/256 GB ৷

গ্রাহকদের নজর কারতে সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 

 

কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোনেও থাকছে অন্যান্য ফোনের মতো ডিজাইন। বাজারে অন্য যে কোন ফোনের থেকে তুলনামূলক বড় এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। একাধিক গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ফোনের ডান দিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। ফোনের নীচে রয়েছে স্পিকার গ্রিপ, USB Type-C পোর্ট ও সিম ট্রে।

 এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বাজেট সেগমেন্টের স্মার্টফোনে 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার চালিয়ে যাবে Realme। আপাতত শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন থেকেই এই ফিচার বাদ গিয়েছে।

 

মেটাল ফিনিশের এই ফোন হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। যদিও বেশিরভাগ ফোনের থেকে অনেকটা ভারি এই ফোন। Realme X50 Pro 5G -র ওজন 205 গ্রাম।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

 

Realme X50 Pro 5G স্পেসিফিকেশন:

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে TrickBD এর সাথেই থাকুন ৷

 

Exit mobile version