Site icon Trickbd.com

Xiaomi নিয়ে এলো ১০৮মেগাপেক্সেল ক্যামেরার অসাধারণ ফোন Mi 11 || রিভিউ দেখে অবাক হবেন

গ্লোবাল টেকনোলজির নেতা শিওমি গত ডিসেম্বরে মেনল্যান্ড চীনে বহুল প্রত্যাশিত এমআই ১১ প্রকাশ করেছেন, এটি তার জনপ্রিয় এমআই স্মার্টফোন বছরের সর্বশেষতম ফোন । নতুন দশকে শাওমির প্রথম প্রিমিয়াম ফোন হিসাবে, Mi 11 পারফরম্যান্স, প্রদর্শন এবং বিনোদন ক্ষেত্রে গ্রাউন্ড ব্রেকিং নতুনত্ব হবে ৷

108mp 8k ক্যামেরা, অবিশ্বাস্য কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং নাইট মোডে ব্রেকথ্রুগুলি ৷ 

এক কথায় বলতে গেলে অসাধারণ! 

বাংলাদেশে এর দাম কত হবে সেটা এখনো যানা যাইনি ৷ তবে ইন্ডিয়ার (Rs.44,990) দাম অনুযায়ী আনুমানিক বাংলাদেশে এর দাম পড়বে ৳52,188 ৷

Top Light: প্রথমবারের মত 108mp ক্যামেরার ফোন রিলিজ করেছে শাওমি ৷ সেলফি বাজদের জন্য দারুন হবে mi11 (front 20mp) ফোনটি ৷ Mi11 তে রয়েছে ৫০w ওয়্যারলেস চার্জিং সুবিধা ৷ তাছাড়াও ৫৫w দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে ৷ এই ফোনে স্টোরেজ রয়েছে ৮ GB RaM /১২৮ GB এবং ১২ GB Ram / ২৫৬ GB ৷ এই ফোনে কোন আলাদা মেমোরি কার্ড তোলা যাবে না ৷ এই ফোনে রয়েছে Snapdragon 888 চিপসেট, গেম প্রমিকদের জন্য সুপার পাওয়ারের সুপার স্টার ফোন ৷ 

রিলিজ তারিখঃ চায়নাতে রিলিজ হয়েছে গত ডিসেম্বরের ২৮ তারিখে ৷ বাংলাদেশে এই ফোন এখনো রিলিজ হয়নি  ৷ ইন্টারনের সুত্রে জানা যাচ্ছে সামনে মাসে এই ফোন বাংলার বাজারে পাওয়া যাবে ৷

? Specifications

 

√Body:

 কর্নিং ® গরিলা ® গ্লাস ভিক্টাস ™

√Color

অ্যান্টি-গ্লেয়ার ফ্রস্টেড গ্লাস: মিডনাইট গ্রে / হরিজন ব্লু / ফ্রস্ট হোয়াইট

ভেগান চামড়া: লিলাক বেগুনি / মধু বেইজ

√Operating System   

Performance

অক্টা কোর (২.৮৪ গিগাহার্টজ, সিঙ্গল কোর + ২.২৪ গিগাহার্টজ, ট্রাই কোর + ১.৮ গিগাহার্জ, কোয়াড কোর)

স্ন্যাপড্রাগন ৮৮৮

Storage variants   

√Display

6.81 inches (17.3 cm)

515 PPI, AMOLED

120 Hz Refresh Rate

√Camera

108 MP + 13 MP + 5 MP Triple Primary Cameras, Dual LED Flash,

20 MP Front Camera, Screen flash

√Battery

√Mi 11 Good Phone

 

আজকের রিভিউ ভালো লাগলে কমেন্টস করুন ৷ আরো ফোন রিভিউ পেতে চোখ রাখুন ট্রিকবিডির হোম পেজে ৷ 

Exit mobile version