Infinix Hot 9 Play অল্প বাজাটেও সেরা ফোন ৷
মোবাইল আমরা সবাই ব্যবহার করি কেউ দামি, কেউ আবার কমদামি ৷ দাম যেমন হোক তবুও যেন ফোন সবাই ব্যবহার করি ৷
স্মার্ট ফোন প্রতিযোগিতায় কার ফোন কত ভালো গেম রেসিং করা যায়, ফ্রি ফায়ার খেললে মোবাইল হ্যাং করে কিনা, চার্জ কেমন যায়, ক্যামেরা কেমন ক্লিয়ার আরো ইত্যাদি ইত্যাদি ৷ তবুও গুরুত্ব বিষয় হলো, চার্জ কেমন যায়, নেট কতটা ফাস্ট চলে, স্টোরেজ কত?
চলুন তাহলে জেনে নেওয়া যাক Infinix Hot 9 Play সম্পর্কে:
দামঃ
এই ফোনের দাম পড়বে 2/32 GB এর দাম 7,990 টাকা এবং 4/64 GB এর দাম 9,990 টাকা ৷
রিলিজ:
এই ফোনটা রিলিজ হয় আর 2020 এর এপ্রিল মাসের ৯ তারিখে ৷
কালার:
এই ফোনটি চারটি কালারে পাওয়া যাবে, Midnight Black, Quetzal Cyan, Violet, ও Ocean Wave
এই ফোনে ওটিজি সাপোর্ট করে ৷
ডিসপ্লে:
ফোনের ডিসপ্লের আকার 6.82 ইঞ্চি,
রেজোলিউশন এইচডি + 720 এক্স 1640 পিক্সেল (263 পিপিআই),
টেকনোলজি আইপিএস এলসিডি ৷
ক্যামেরা:
এই ফোনের তিনটি ব্যাক ক্যামেরা, দুইটি 13 মেগাপিক্সেল এবং QVGA ৷ অটোফোকাস, ট্রিপল-এলইডি ফ্ল্যাশ, লো-লাইট সেন্সর এবং আরও অনেক কিছু
ভিডিও রেকর্ডিং পুরো এইচডি (1080 পি)
এবং সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷
ব্যাটারি:
6000 mAh ব্যাটারি এবং 10w ফাস্ট চার্জিং ৷
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10 ভার্সন ৷
পারফরম্যান্স:
চিপসেট মিডিয়াটেক হেলিও এ 25 (12 এনএম),
প্রসেসর অক্টা-কোর, 1.8 গিগাহার্টজ,
জিপিইউ পাওয়ারভিআর জিই 8320 ৷
স্টোরেজঃ
র্যাম 2/4 জিবি
রম 32/64 জিবি (ইএমএমসি 5.1)
মাইক্রোএসডি স্লট; 256 গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে (ডেডিকেটেড স্লট) ৷
এই ছিল আজকের Infinix Hot 9 Play ফোন রিভিউ ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ফোনের ক্যামেরা, ব্যাটারি, ৱ্যাম-রম, পারফর্মেন্স ভালো আছে দামটাও কম ৷ আমার কাছে ভালো লেগেছে, আপনার কেমন লাগলো ? অবশ্যই কমেন্ট করে জানাবেন ৷