Infinix Hot 10  বাজাট যতই হোক তবুও সেরা ফোন কিনতে হবে ৷ ভয় পাবেন না বাজেট হাতের নাগালের ভিতরেই রইছে ৷

 

মোবাইল আমরা সবাই ব্যবহার করি কেউ দামি, কেউ আবার কমদামি ৷ দাম যেমন হোক তবুও যেন ফোন সবাই ব্যবহার করি ৷ 

স্মার্ট ফোন প্রতিযোগিতায় কার ফোন কত ভালো গেম রেসিং করা যায়, ফ্রি ফায়ার খেললে মোবাইল হ্যাং করে কিনা, চার্জ কেমন যায়, ক্যামেরা কেমন ক্লিয়ার আরো ইত্যাদি ইত্যাদি ৷ তবুও গুরুত্ব বিষয় হলো, চার্জ কেমন যায়, নেট কতটা ফাস্ট চলে, স্টোরেজ কত?

 

এই ফোনের গেমিং প্রসেসর তাই গেমস খেলতে ভয় নাই ৷

 

চলুন তাহলে জেনে নেওয়া যাক Infinix Hot 10 সম্পর্কে:

 

দামঃ

এই ফোনের দাম পড়বে  12,990 টাকা ৷

 

রিলিজ:

এই ফোনটা রিলিজ হয় আর 2020 এর ওক্টোবর মাসের ১৭ তারিখে  ৷

 

 কালার:

এই ফোনটি চারটি কালারে পাওয়া যাবে,  Obsidian Black, Amber Red, Moonlight Jade, Ocean Wave 

এই ফোনে ওটিজি সাপোর্ট আছে৷

ডিসপ্লে:

ফোনের ডিসপ্লের আকার 6.78 ইঞ্চি,

রেজোলিউশন এইচডি 720 এক্স 1640 পিক্সেল (264 পিপিআই),

টেকনোলজি টিএফটি টাচস্ক্রিন ৷

 

Body:

Style>    Punch-hole,

Material> Glass front, plastic body

 

 ক্যামেরা:

এই ফোনের তিনটি ব্যাক ক্যামেরা, দুইটি 16 2 2 মেগাপিক্সেল এবং AL Lens ৷ অটোফোকাস, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, লো-লাইট সেন্সর এবং আরও অনেক কিছু

ভিডিও রেকর্ডিং পুরো এইচডি (1080 পি)

এবং সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷

 

ব্যাটারি:

5200 mAh ব্যাটারি এবং 10w ফাস্ট চার্জিং ৷

 

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10 ভার্সন ৷

 

পারফরম্যান্স:

চিপসেট মিডিয়াটেক হেলিও জি70 (12 এনএম),

প্রসেসর অক্টা-কোর, 2.0 গিগাহার্টজ,

জিপিইউ Mali-G52 2EEMC2 ৷

স্টোরেজঃ

র‌্যাম 3/4/6 জিবি 

রম 64/128 জিবি (ইএমএমসি 5.1)

মাইক্রোএসডি স্লট; 512 গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে (ডেডিকেটেড স্লট) ৷

 

এই ছিল আজকের Infinix Hot 10 ফোন রিভিউ ৷ 

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার  সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com

ফোনের ক্যামেরা, ব্যাটারি, ৱ্যাম-রম, পারফর্মেন্স ভালো আছে দামটাও বাজেটের মধ্যে ৷ আমার কাছে ভালো লেগেছে, আপনার কেমন লাগলো ? অবশ্যই কমেন্ট করে জানাবেন ৷ 

 

13 thoughts on "গেমিং ফোন কিনতে চান তাহলে এই ফোনটি (Infinix Hot 10) আপনার জন্য! রিভিউ তো আগে দেখুন তারপর অন্যকিছু"

  1. Md Himul Contributor says:
    ১০ ওয়াটের চার্জার, খুব বেমানান। মিনিমাম ১৫ ওয়াট দরকার ছিল।
    1. sopon Author Post Creator says:
      Opps❗
  2. Muhammad Nabid✅ Author says:
    Infinix Er Phn Gula Faltu
  3. Mr_Triple_X Contributor says:
    4 GB RAM ER JONNO DAM KOTO PORBE VAI???
    1. sopon Author Post Creator says:
      ৳12,990
  4. Rasel khan Contributor says:
    MT Helio G 80 duer dorker celo.. Pubg game tamon valo cholbe na..
    1. sopon Author Post Creator says:
      Ai phone game valo cholbe
  5. STI Lover Author says:
    4/64 koto?
    Ar charger to ato valo na!
    1. sopon Author Post Creator says:
      ৳12,990
  6. Rasedul Hasan Contributor says:
    Vai ami use korci…. Ekdom baje performance….besi time video dekhle sound pb hoy…ta cara ei budget e onno company 3gb o valo….age use koren vai…tarpor review den…onk e Review dekhe kine bas khabe…. Ei ta kono vabei gaming phone na….
    1. Shamim Author Post Creator says:
      Tai. Ami to ai phone tai kinbo
  7. Sohag21 Author says:
    Wow ??? ei price e ato valo phone ?
  8. STI Lover Author says:
    Aita thake symphony z30 pro best hobe.
    Ar, low budget a, atom.

Leave a Reply