Site icon Trickbd.com

৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, 4 / 6 GB RAM ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Xiaomi Redmi Note 10

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Xiaomi Redmi Note 10 ফোনটিতে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Quad 48+8+2+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 13 Megapixel। Xiaomi Redmi Note 10 ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Xiaomi Redmi Note 10

প্রথম রিলিজঃMarch-16- 2021

ফোনের কালারঃShadow Black (Onyx Gray), Frost White (Pebble White), Aqua Green (Lake Green)


ডিসপ্লেঃ Xiaomi Redmi Note 10 এর ডিসপ্লের সাইজ 6.43 ইঞ্চি। রেজুলেশন রয়েছে Full HD+ 1080 x 2400 pixels (409 ppi) এবং Super AMOLED Touchscreen রয়েছে।Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।

পিছনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 48+8+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, LED flash, HDR, 118º ultrawide, macro, depth & more এবং ভিডিও রেকর্ডিং Ultra HD (2160p) হবে।

সামনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 13 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.5, HDR, 1/3.06″, 1.12µm & more ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p)

ব্যাটারিঃ Xiaomi Redmi Note 10 এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (non-removable) 33W Fast Charging (50% in 25 min, 100% in 74 min)

Performance: Xiaomi Redmi Note 10 এর Operating System রয়েছে Android 11 (MIUI 12) চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 678 (11 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz

স্টোরেজঃ Xiaomi Redmi Note 10 ফোনের RAM রয়েছে 4 / 6 GB এবং ROM রয়েছে 64 / 128 GB (UFS 2.2)

সিকিউরিটিঃ Xiaomi Redmi Note 10 ফোনের Face Unlock রয়েছে। Fingerprint Side-mounted রয়েছে।

দামঃ Xiaomi Redmi Note 10 মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে



আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি