Site icon Trickbd.com

বাংলাদেশের বাজারে আসতে চলেছে Realme GT 5G

Unnamed

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আশা করি সকলেই ভালো।আজ আপনাদের মাঝে চমৎকার একটা ফোন রিভিউ নিয়ে হাযির হলাম।চলুন শুরু করা যাক।

Highlights:

রিয়েলমে জিটি ৫ জি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড স্ক্রিন সহ আসে। এটিতে একটি পূর্ণদর্শন বাম পাঞ্চ-গর্ত নকশা রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, ডুয়াল_এলইডি ফ্ল্যাশ, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, গভীরতা সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স ইত্যাদি এবং ৪ কে ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ৬৪+ ৮+ ২ এমপির। সামনের ক্যামেরাটি ১৬ এমপির। রিয়েলমে জিটি ৫ জি ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহ ৬৫ ওয়াট চার্জিং সহ আসে। এটিতে ৮ বা ১২ জিবি র‌্যাম রয়েছে, ২.৮৪ গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ পর্যন্ত রয়েছে। এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫ জি (৫ এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি ১২৮ বা ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট সহ আসে না। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি ইত্যাদি

Realme GT 5G Full Specifications:

First Release:March 10, 2021

Colors:Gold/Black, Blue, Silver 

Connectivity

Network:2G, 3G, 4G, 5G

SIM:Dual Nano SIM

WLAN:✅ dual-band, Wi-Fi Direct, hotspot

Bluetooth:✅ v5.2, A2DP, LE, aptX HD

GPS:✅ dual-band A-GPS, GLONASS, BDS, Galileo

Radio:

USB:v2.0

OTG:

USB Type-C:

NFC:✅ 

Body:

Style:Punch-hole

Material:Glass front, plastic body

Water Resistance:

Dimensions:158.5 x 73.3 x 8.4 millimeters

Weight:186 grams 

Display:

Size:6.43 inches

Resolution:Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)

Technology:Super AMOLED Touchscreen

Protection:Unspecified

Features:120Hz refresh rate 

Back Camera:

Resolution:Triple 64+8+2 Megapixel

Features:PDAF, dual-LED flash, f/1.8, 119º ultrawide, macro, depth & more

Video Recording:4K Ultra HD (2160p), gyro-EIS 

Front Camera:

Resolution:16 Megapixel

Features:F/2.5 aperture, 1/3.0″, 1.0µm, HDR & more

Video Recording:Full HD (1080p) 

Battery:

Type and Capacity:Lithium-polymer 4500 mAh (non-removable)

Fast Charging:✅ 65W Fast Charging (100% in 35 minutes) 

Performance:

Operating System:Android 11 (Realme UI 2.0)

Chipset:Qualcomm Snapdragon 888 5G (5 nm)

RAM:8 / 12 GB

Processor:Octa core, up to 2.84 GHz

GPU:Adreno 660  StorageROM128 / 256 GB (UFS 3.1)

MicroSD Slot:✖ 

Sound:

3.5mm Jack:

Features:Loudspeaker (stereo speakers), 24-bit/192kHz audio 

Security:

Fingerprint:✅ In-display (optical)

Face Unlock:✅ 

Others:

Sensors:Fingerprint, Accelerometer, Gyroscope, Proximity, E-Compass

Manufactured by:Realme

Made in:Bangladesh

ব্যক্তিগত মতামত:ফোনটি অবশ্যই একটি চমৎকার ফোন।ফোনটি অবশ্যই একটি গেমিং ফোন।যাতে রয়েছে [Qualcomm Snapdragon 888 5G (5 nm)]। যার ফলে ফোনটি গেমিং এর সময় একটকুও গরম হবে।সুতরাং গেম প্রিয়দের জন্য এটি অবশ্যই একটি দারুন ফোন।ফোনটি ফটোগ্রাফির জন্য অনেক ভালো হবে।মোট কথা মিলে ফোনটি খুবই মারাত্মক হতে যাচ্ছে।শুধু অপেক্ষা এর দামটা প্রকাশ হওয়ার।

আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem