হাইলাইটস
INFINIX SMART HD 2021 6.1 ইঞ্চি এইচডি + স্ক্রিন সহ এসেছে। । ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এফ / ২.০ অ্যাপারচার, এইচডিআর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ব্যাক ক্যামেরাটি ডুয়াল 8 + 8 মেগাপিক্সেল এর। সামনের ক্যামেরাটি 5 এমপিের। infinix smart HD 5000 এমএএইচ বড় ব্যাটারি সহ লাঞ্চ হয়েছে। এতে 2 জিবি র্যাম, 1.8 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি 12 এনএম MediaTek helio a20 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 অভ্যন্তরীণ স্টোরেজ এবং dedicated মাইক্রোএসডি স্লট সহ এসেছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Infinix Smart HD 2021 Full Specifications
Colors
Topaz Blue, Obsidian Black, Quartz Green
Connectivity
Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM
Body
Style Minimal Notch
Material Glass front, plastic body
Water Resistance ✖
Dimensions 158.3 x 75.2 x 9.8 millimeters
Weight 195 grams
Display
Size 6.1 inches
Resolution HD+ 720 x 1560 pixels (282 ppi)
Technology TFT Touchscreen
Back Camera
Resolution Dual 8+8 Megapixel
Features Dual LED-Flash, f/2.0, HDR, panorama & more
Video Recording Full HD (1080p)
Front Camera
Resolution 5 Megapixel
Features Dual LED-Flash, f/2.0, HDR
Video Recording Full HD (1080p)
BatteryType and Capacity
Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)
Performance
Operating System Android 10 (Go Edition), XOS 6.2 UI
Chipset MediaTek Helio A20 (12 nm)
Ram & Processor
RAM 2 GB
Processor Quad-core, 1.8 GHz
GPU PowerVR GE8320
Storage
ROM 32 GB (eMMC 5.1)
MicroSD Slot ✅ up to 256 GB (dedicated slot)
Security
Fingerprint ✅ On the back
Face Unlock ✅
Other Features
MicroSD Slot✅ Dedicated slot Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker SecurityFingerprint✅ On the backFace Unlock✅ OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch
ব্যক্তিগত মতামত:
মোবাইলটা সর্বপ্রথম চমক হচ্ছে মোবাইলের পিছনে দুইটা ক্যামেরার ব্যবহার করেছে এবং দুইটাই 8+8 16 মেগাপিক্সেল যা এই বাজেটে খুবই বড় একটা চমক।ফোনটিতে 2gb রেম এবং 32gb রম এর সাথে 5000 এম্পিয়ার এর বড় একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা দিয়ে স্বাভাবিকভাবে ব্যবহারে দুই দিনের মত ব্যাকআপ পেয়েছি।তাছাড়া ফোনটিতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে তার সচরাচর ৯-১০ হাজার টাকা দামের ফোনে দেখা যায়।
কোন মানুষ যেমন পারফেক্ট হয় না ঠিক এই ফোনটির পারফেক্ট না কেন বললাম এতে 1.8 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে যা দিয়ে একটু কম পারফরম্যান্স পাওয়া যাবে । তবে বলব এই সাড়ে 6 হাজার টাকা বাজেটে এই ফোনটি একেবারে পারফেক্ট হতে চলেছে ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ