Site icon Trickbd.com

আপনার বাজেট ১২ হাজার টাকা? | তাহলে চলুন দেখি? ১২ হাজার টাকা বাজেটের মধ্যে | সেরা ৬টি স্মার্টফোন।

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই! আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনি যদি একদম লো বাজেট অর্থাৎ ৭ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ আপনার জন্য।

কারণ আজকের পোস্ট এ আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে ৭ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে যে ফোনগুলো এই বাজেটে আপনাকে সব থেকে বেশি ভেলু ফর মানি প্রোভাইড করবে। সো অবশ্যই পোস্ট টি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকবেন।


৬। Realme C21
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি মাপের একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা এইচডি প্লাস রেজুলেশন।
ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স থার্টিন মেগাপিক্সেলের।
থাকছে ২ মেগাপিক্সেলের এর মাইক্রো এবং দুই মেগাপিক্সেলের ডিপচ সেন্সর।

আর সামনে দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা!
ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek helio G35 এর প্রসেসর। এবং এখানে দেয়া হয়েছে ৬,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।

আর ফোনটির প্রাইস বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে ১১,৯৯০ টাকা তো আপনার বাজেট যদি ১২ হাজার টাকা হয়ে থাকে । এবং এই বাজেটে আপনি যদি একটা গেমিং ফোন কিনতে চান তাহলে আপনি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে Realme C21 নিতেই পারেন।


৫। realme c2S
যদি আপনার বাজেট ৩ থেকে ৪ হাজার টাকা হয়ে থাকে, তাহলে অসাধারণ এই ফোনটি শুধুমাত্র আপনার জন্যই এই ফোনটির সবথেকে হাইলাইটেড ফিচার হচ্ছে, এতে থাকছে ৬.১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর, ৪০০০ মিলি এম্পিয়ার এর অসাধারণ ব্যাটারি! ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরিজ বা ফোন মেমোরি।

MediaTek helio p22, এই বাজেটে বেশ ভালো মানের একটি প্রসেসর, এতে পাবজির মতো হেব্বি গেমগুলো লো গ্রাফিক্সে বেশ স্মুথলি প্লে করতে পারবেন। পা
শাপাশি পিছনে থাকছে ১৩ প্লাস ২ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।
আর ফোনটির ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারী থেকে টানা দুইদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন অনার্সে, মাত্র ৪ হাজার টাকার একটি ফোনে এতো কিছু পাওয়া এটাই মনে হয় প্রথম।


৪। Vivo y12s

যেখানে দেয়া হয়েছে ৬.৫ ইঞ্চি মাপের আইপিএস এলসিডি ডিসপ্লে।
ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি লেন্স ১৩ মেগাপিক্সেলের দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা।

সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর ।আর এখানে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।

আর বর্তমান সময় বাংলাদেশ মার্কেট এই ফোনটির প্রাইস ১১,৯৯০ টাকা তো আপনার ফোন কেনার বাজেট যদি ১১,০০০ টাকা হয়ে থাকে। এবং আপনি যদি এই বাজেটে একটা স্টাইলিস্ট লুক এবং ভালো একটা ক্যামেরা কোয়ালিটি মোটামুটি মানের একটা গেমিং ফোন কিনতে চান। তাহলে ভিভো ওয়াই টুয়েলভ S বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ফোন গুলোর মধ্যে নিতেই পারেন।


৩। Redmi 9c
যেখানে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি মাপের ৯০ হার্টস এর একটি এলসিডি ডিসপ্লে।
ফোনটা তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও g৮৫ এর মত দুর্দান্ত গেমিং প্রসেসর।
ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ! যার প্রাইমারি লেন্স দেয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল সাথে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো, আরেকটি এ আই লেন্স।

সামনে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা! ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার এম্পিয়ার এর ব্যাটারী।
আর এই ফোনটির -৪-১২৮ জিবির ভার্সনটি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে প্রাইস হলো ১২ হাজার ৯৯০ টাকা। তো আপনার ফোন কেনার বাজেট যদি ১২ হাজার টাকা থেকে একটু বেশি হয়ে থাকে এবং আপনি যদি এই বাজেটে শুধু গেমিং এর জন্য।
এবং একটা ভাল ক্যামেরা কোয়ালিটির জন্য ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনটি নিতেই পারেন।


২। Infinix hot 10s
এই ফোনটিতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি মাপের 90hz রিফ্রেশ রেট এর আইপিএস এলসিডি প্যানেল।

ব্যাক সাইডে প্রোভাইড করা হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের দেয়া হয়েছে। দুই মেগাপিক্সেলের ম্যাক্রো আরেকটা এ আই লেন্স ।

সামনে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে দেয়া হয়েছে MediaTek helio g85 গেমিং প্রসেসর।
থাকছে ৬, ০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি।
আর এই ফোনটির 4 – 128 জিবি ভেরিয়েন্ট এর প্রাইস বর্তমান- ১২,৯৯০ টাকা।

তো আপনিও যদি একটি ফোন কিনতে চান যেখানে থাকবে মিডিয়াটেক হেলিও g৮৫ এর মত দুর্দান্ত গেমিং প্রসেসর! ভালো ক্যামেরা কোয়ালিটি এবং ৯০hz ডিসপ্লে এবং দাম হবে হাতের নাগালে তাহলে এই ফোনটি একবার দেখতে পারেন।


১। Tecno spark 7p
এই ফোনটিতে দেয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল।
ব্যাক সাইডে দেয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।
সামনে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি থার্টি ফাইভ এর মত দুর্দান্ত প্রসেসর।
এবং শান্তিতে আরও থাকছে 6000mh দুর্দান্ত ব্যাটারি।
আর ফোনটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে মাত্র একটি ভেরিয়েন্ট এ ৪ – ৬৪ জিবি।

আর প্রাইজ হলো ১১ হাজার ৯৯০ টাকা।

তো ফোন গুলির ব্যাপারে বিস্তারিত আরও জানার জন্য এবং অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন- +8801924300386

তো এই ছিল বাংলাদেশের মার্কেটে বর্তমানে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ফোন গুলি আমার চোখে। তো পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ।

Exit mobile version