Site icon Trickbd.com

অসাধারন একটি স্মাটফোন এর রিভিউ দেখেনিন সবাই

Unnamed

আজ আমি আলোচনা করবPoco F2 pro ফোন নিয়ে। ফোনটি প্রথম
বাজারে আসৈ মে ২০২০
সালে।

কম দামে সেরা মোবাইল দেখুন ক্লিক করে
✅প্রাথমিক অবস্থায় চারটি
কালারে ফোনটি পাওয়া
যায়।
কালো,নীল,লাল,গোলাপী।
✅ফোরজি সাপোর্ট পাবেন
কিন্তু ফাইভজি পাবেন না।
✅ডুয়েল ন্যানো সিম স্লট
আছে। ফুল ভিও মিনিমাল নচ
ডিসপ্লে। গ্লাস এর
প্রোটেকশন পাবেন।
✅ ইউএসবি টাইপ সি সাপোর্ট
পাবেন। যা এই ফোনের
পজিটিভ দিক।

Poco F2 pro স্মার্টফোনে
ওটিজি সাপোট করবে।
✅ এলসিডি টাচ স্কিন
এলসিডি ডিসপ্লে।
✅ প্লাস্টিক বডি পাবেন।
পাঞ্চ হোল ডিসপ্লে।
✅ গরিলা গ্লাস এর
প্রোটেকশন থাকবে। পেছনে
প্লাস্টিক বডি পাচ্ছেন।
এককথায় Poco F2 pro ফোনটি
অসাধারণ সাপোর্ট দিবে।
★ওজন ও সাইজঃ
✅ ওজন ২০৬.৫ গ্রাম। যা
মোটামুটি ওজন।
✅ সাইজ নূন্মতম অনুমানিক ৬.২১
ইঞ্চি। মোটামুটি বড়।
মাল্টিচাট করতে পারবেন।
★ক্যামেরাঃ
✅সামনের ক্যামেরা ২৫
ম্যাগাপিক্সেল, এইচডিআর
সাপোর্ট করবে। ১০৮০ পি তে
ভিডিও করা যাবে। ফুল
এইচডি ভিডিও করা যাবে।
✅ পেছনের ক্যামেরা ৪৮+৮+৫
মেগাপিক্সেল।
তারমানে মাত্র তিনটি
ক্যামেরা থাকছে পেছনে।
ডেপথ সেন্সর থাকবে।
আলট্রাওয়াইড ভিডিও করা
যাবে। মেক্রো লেন্স
থাকবে।

Poco F2 pro ফোনটি দিয়ে

২১৬০পি তে ভিডিও রেকর্ডি
করা যাবে। যা এই ফোনের
জন্য খুবই ভালো দিক।
★ব্যাটারি ও চার্জারঃ
✅ ৪০০০ এম্পিয়ার নন রিমুভেবল
ব্যাটারি পাবেন। নরমাল
ব্যাবহারে ২-৩দিন বেকাপ
পাবেন।
✅ ফাস্ট চার্জার পাবেন। যা
ভালো দিক।
★এন্ডয়েড ভার্সন ও প্রসেসরঃ
✅ এন্ডয়েট ১০.০০

Poco F2 pro ফোনটতে
পাবেন কোয়ালকম
স্নাপড্রাগন ৭৬৫ প্রসেসর।
যার স্পিড এককথায় দূর্দান্ত
পাবেন।
★র্যাম&রম ও মেমোরিঃ
✅র্যাম ৮জিবি
✅রম ১২৮/২৫৬ জিবি
পাশাপাশি ২৫৬ জিবি
মাইক্রো এসডি কার্ড বা
ডেডিকেটেড স্লট থাকবে।
অন্যান্য সুবিধা যা যা
পাবেন। ভালো ও মন্দ তার
মধ্যে আছে বিস্তারিত
আলোচনা করা হচ্ছেঃ
✅ Poco F2 pro
স্মার্টফোনটিতে ফোনের
ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট
থাকবে। পাশাপাশি
ফোনটিতে ফেইস আনলক তো
আছেই। তাছাড়া ফোনটি ফুল
এইচডি সুপার এমোলেড
আইপিএস এলসিডি স্কিন। ফুল
ভিও ওয়াটারড্রপ নচ
স্টাইলের ডিসপ্লে।
গোরিলা গ্লাসের
প্রোটেকশন পাচ্ছেন। ২১৬০
পি তে ভিডিও সহ আরো
অনেই সুবিধা পাবেন।
যারা গেম খেলতে
ভালোবাসেন তাদের জন্য
দূর্দান্ত মানের একটি ফোন।
Poco f2 pro এই ফোনে ৪০০০
এম্পিয়ার ব্যাটারির সাথে
দূর্দান্ত এক প্রসেসর!! সাথে
ফাস্ট চার্জার তো আছেই।
তার মানে আপনাকে চার্জ
নিয়ে ভাবতেই হবেনা।
গেমিং এর জন্য দূর্দান্ত একটি
ফোন। ব্যাটারি অনেক
ভালো পাশাপাশি
ক্যামেরা মোটামুটি বলার
মতো ভালো পাবেন।
আপনার বাজেটের মধ্যে এই
দামে Poco F2 pro এর চেয়ে
ভালো ফোন আর নাও পেতে
পারেন। প্রসেসর মোটামুটি
এই বাজেটে চলার মতো।
ফাস্ট চার্জার আছে যা
নিয়ে অভিযোগ করার
সুযোগ নেই বললেই চলে।
নয়েস কনসোলেশন থাকবে।
মানে আপনার সামনে
কোলাহল থাকলেও
অপরপ্রান্তে শুনতে সমস্যা
হবেনা। ফিঙ্গারপ্রিন্ট
পেছনে যা শুরুতেই বলেছি
তবে ফেইস আনলক অনেক বেশি
কার্যকর। উচ্চ বাজেটে Poco
F2 pro চেয়ে ভালো ফোন
পাবেন না। চাইলে কিনে
ফেলতে পারেন। ফোনটি এই
বাজেটের মধ্যে দূর্দান্ত
একটি ফোন হবে। ব্যাটারি
বেকাপ নিয়ে কোন
চিন্তাই করতে হবেনা।
অনায়াসে ২-৩দিন চলে
যাবে।
ফোনের সিম নেটওয়ার্ক,
ভয়েজ কল এককথায় অসাধারণ।
কোন অভিযোগ করার উপায়
নেই। ওয়াইফাই
স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট
ভালো।
Poco f2 pro
স্মার্টফোনটি হ্যাং হওয়া
বা ফোন স্লো হওয়ার
সম্ভাবনা নেই। ফোনটিতে
হিটিং ইস্যু থাকার
সম্ভাবনা কম।ফোনটির মার্কেট প্রাইজ হলো 8/120–মাত্র 26000টাকা

ট্রিকবিডির মত আমারও একটি টেক সাইট রয়েছে যেখানে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক এবং ওয়েবসাইট সমপ্রতিক পোস্ট করে থাকি লিংক

আশাকরি সবাই ভিসিট করে আসবেন

ওবং বিভিন্ন ধরনের সিম অফার ও মোবাইল রিভিউ জানতে প্রতিদিন ভিসিট করুন

সবাই দেখি প্রশ্ন-উত্তর সাইট বানাচ্ছে তাই আমি নিজিও একটি সাইট বানালাম সবাই দেখে আসবেন আর কারো জদি এই থিম লাগে তাহলে জানাতে পারেন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd সাথেই থাকবেন ধন্যবাদ

Exit mobile version