Highlights
চিনে লঞ্চ হয়েছে ZTE Axon 30 Ultra Aerospace Edition হ্যান্ডসেট
এই স্মার্টফোনে রয়েছে 18GB Ram এবং 1TB ইন্টারনাল
আসছে তিনটি 64MP ক্যামেরা সেন্সরের সাথে
আপনি কি কখনো এমন স্মার্টফোনের কথা ভেবেছেন ,যাতে থাকতে পারে 20GB Ram।যদি ভেবে থাকেন, তাবে আপনার জন্য রয়েছে দারুন খবর । কেননা টেক মার্কেটে সম্প্রতি হাজির হয়েছে ZTE axon 30 ultra স্মার্টফোন। চিনে এই ফোনে aerospace edition মডেল লঞ্চ হয়েছে । এবার এমন নামকরণ কেন, তার উত্তরে বলা যেতে পারে যে, এই স্পেশাল এডিশন মডেলকে চিনের এরোস্পোস রিসার্চারদের সম্মান জানাতেই হাজির করা হয়েছে। এই হ্যান্ডসেট আসছে মোট 18GB RAM স্পেসিফিকেশনের সাথে। এছাড়া রয়েছে আরও অনেক স্মার্ট ফিচারস।
ZTE AXON 30 ULTRA AEROSPACE EDITION স্মার্টফোনের স্পেসিফিকেশন :
√ এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ কার্ভ অ্যামোলয়েড ডিসপ্লে ।
√ এই মডেলের স্কিনের রিফ্রেশ রেট রয়েছে 144 HZ এবং আসছে HDR 10+ সাপোর্টের সাথে।
√ এই হ্যান্ডসেটে রয়েছে কোয়াড ব্যাক ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে তিন ক্যামেরা 64 MP ক্যামেরা সেন্সর।
MAIN CAMERA | |
---|---|
Quad | 64 MP, f/1.6, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF, Laser AF, OIS 64 MP, f/1.9, 35mm (standard), 1/1.97″, 0.7µm, PDAF 8 MP, f/3.4, 123mm (periscope telephoto), 1/4.0″, PDAF, OIS, 5x optical zoom 64 MP, f/2.2, 13mm, 120˚ (ultrawide), 1/1.97″, 0.7µm |
Features | Dual-LED flash, panorama, HDR |
Video | 8K@30fps, 4K@30/60fps, 1080p@30fps, gyro-EIS, HDR10, 10‑bit video |
√ এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে সবচাইতে বেশি যা চোখে পড়ার মতো তাহলো ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি।√ এছাড়া আসছে একটি 8MP পেরিস্কোপিক টেলিফটো লেন্সের সাথে।
√ এই স্মার্টফোন আসছে 18GB প্রাইমারি RAM স্পেসিফিকেশনের সাথে। এছাড়া রয়েছে ২GB ভার্চুরাল ফিচার।
√ এই মডেলের ইন্টারনাল স্টোরেজ স্পেসিফিকেশন রয়েছে 1TB পর্যন্ত।
√ এই ফোন কাজ করবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 888 চিপসেট।
√ ZTE AXON 30 ULTRA AEROSPACE EDITION আসছে 16MP সেলফি ক্যামেরা সাথে।
√ এই হ্যান্ডসেটে রয়েছে 4600mah ব্যাটারি ক্যাপাসিটি।
√ এছাড়া আসছে 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে ।
ZTE axon 30 ultra aerospace edition স্মার্টফোনের দাম এবং কালার অপশন -এই স্মার্টফোনের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট,মানে যাতে রয়েছে 18GB RAM এবং 1TB ইন্টারনাল চিনের মার্কেটে এই মডেলের দাম রয়েছে 6998 Yuan (উয়ান) ।
Zte axon 30 ultra aerospace edition হ্যান্ডসেটের একটি বেস ভ্যারিয়েন্ট রয়েছে। যার নাম হল ZTE AXON 30 ULTRA. এই ডিভাইসে রয়েছে 8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম চিনে রয়েছে 4698 Yuan (উয়ান) ।
প্রসঙ্গতে ,এই স্মার্টফোনের প্রিমিয়াম এবং ভ্যারিয়েন্ট মডেল দুইটি রয়েছে 5G কানেক্টিভিটির সাপোর্ট। ZTE AXON 30 ULTRA স্মার্টফোন চিনে পাওয়া যাচ্ছে black, mint, white, leather কালার অপশনে মনে করা হচ্ছে এপ্রিল মাস থেকে মার্কেটে পাওয়া যাবে এই হ্যান্ডসেটগুলি ।