আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বর্তমান সময়ে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে বেস্ট স্মার্টফোন কিনতে চাচ্ছেন।
আর তাদের জন্য আজকের পোস্টটি হতে যাচ্ছে খুবই একটা হেল্প ফুল পোস্ট, কারণ আজকের পোস্টটি আমরা সাজিয়েছি বর্তমান সময়ে মার্কেটে থাকা ১০ থেকে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে।
যে ফোন গুলো এই বাজেটে আপনাকে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, সো অবশ্যই পোস্টটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন।
১। Infinix Hot 11S
যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চি মাপের একটা নাইটি হার্স রিফ্রেশ রেট এর ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল।
ব্যাক সাইডে এখানে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল এর থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডিপ সেন্সর।
সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা,
এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর , অ্যান্ড্রয়েড ইলেভেন, ফোনটিতে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দেয়া হয়েছে ৫,০০০ এম্পিয়ার ব্যাটারী আর বক্সে পেয়ে যাবেন ১৮ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার,
আর বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এভেলেবেল আছে দুইটি রেম রম ভেরিয়েন্ট এ অফিশিয়াল ভাবে যার বেস্ট ভেরিয়েন্ট 4 – 128, 14,990 টাকা।
আর টপ ভেরিয়েন্ট এর প্রাইস হলো ১৫,৯৯০ টাকা ৬-১২৮ জিবি। আমার কাছে মনে হয় আপনারা যারা একটা ভালো গেমিং ফোন কিনতে চাচ্ছেন এবং চাচ্ছেন একটা স্টাইলিশ ডিজাইনের ফোন কিনতে তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন।
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ৬.৫ ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল।
ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ,
পেয়ে যাবেন ফোনটিতে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ২ মেগাপিক্সেলের ডেপ সেন্সর।
আর সামনে থাকছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা ,
ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, out-of-the-box থাকছে অ্যান্ড্রয়েড ১১। এবং রিয়েলমি ইউ আই 2.0
সিকিউরিটির জন্য থাকছে rear-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে ৬ হাজার এম্পিয়ার এর একটি দুর্দান্ত ব্যাটারি।
এবং সেই সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। আর বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেট এই ফোনটি পাওয়া যাচ্ছে।
দুইটি রেম রম ভেরিয়েন্ট অফিশিয়াল ভাবে। ৬-৬৪ জিবি ভেরিয়েন্ট এর দাম ১৪,৪৯০ টাকা এবং ৬-১২৮ হলো ১৫,৯৯০ টাকা।
তো আমার কাছে মনে হয় আপনারা যারা ভালো একটা ব্রান্ডের ফোন খুঁজছেন, তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন।
ফোনটিতে যেমন থাকছে ভালো ক্যামেরা কোয়ালিটি, তেমনি ব্যবহার করা হয়েছে ভালো একটি গেমিং প্রসেসর। আর সাথে থাকছে বিগ ব্যাটারি।
৩। Tecno spark 7 pro
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চি মাপের ৯০ হার্স রিফ্রেশ রেট এর এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল।
ব্যাক সাইডে থাকছে ৪৮ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ , ব্যবহার করা হয়েছে ২ মেগা পিক্সেলের ম্যাক্রো আর ২ মেগাপিক্সেলের ডিপ সেন্সর।
সামনে পেয়ে যাচ্ছেন ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা, ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর out-of-the-box থাকছে অ্যান্ড্রয়েড ১১।
ফোনটিতে আরও থাকছে rear-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
থাকছে ৫,০০০ এম্পিয়ার এর একটি বিশাল ব্যাটারি, এবং ১৮ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার।
৪-৬৪ জিবি অফিশিয়াল প্রাইস হলো ১৩,৪৯০ টাকা আর টপ ভেরিয়েন্ট ৬-৬৪ জিবি ভার্সন টা পাওয়া যাচ্ছে ১৪,৯৯০ টাকায়।
তো আমার কাছে মনে হয় আপনারা যারা একটা ভালো গেমিং ফোন কিনতে চান ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে তারা ফোনটি দেখতে পারেন।
স্পনসর- মাত্র ৩,৫০০ টাকায় – Samsung Galaxy Tab A8 |4 -64 জিবি ভেরিয়েন্ট এ কিনুন।
https://youtu.be/JaYlhJ4bnpc(Fraud)
তো আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ❤️