আসসালামুয়ালাইকুম
আমি ? ? ? ? ? ? ? তে একদম নতুন।
নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কিছু জানাতে এসেছি।
এবং এর মাঝেই আমার সামান্য টিপস আপনাদের জানানোর চেষ্টা করবো।
পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।
আমি কথা বেশি বাড়াবো না।
সরাসরি মূল কথায় আসি।
বর্তমান সময়ের সাথে পাল্লা দিতে আমাদের সবারই দরকার একটি স্মার্ট ফোন।
বর্তমানে প্রযুক্তির এতটাই বিকাশ ঘটছে যে একটি স্মার্ট ফোন ছাড়া মনে হয় সময় কাটেনা।
আর এখন বাংলাদেশ ডিজিটালাইজেশন হচ্ছে।
আর এই ডিজিটালাইজেশনের জন্য দরকার উন্নত প্রযুক্তি।
তেমনিভাবে স্মার্টফোন এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে আমরা বাড়িতে বসেই সারা পৃথিবীর সবকিছু জানতে পারি এবং বুঝতে পারি।
তাই বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সমৃদ্ধশালী তৈরি করেছে।
আর স্মার্ট ফোন ছাড়া মনে হয় এখন জীবনটাই চলে না।
তাই বর্তমানে অনেকেই আছেন স্মার্টফোন কিনবেন কিন্তু বাজেট কম এই নিয়ে চিন্তায় আছেন।
সমস্যা নাই , আজ আমি আপনাদের এমন একটি ফোন সম্পর্কে রিভিউ করব যার দাম মাত্র ৪৯৯৯ টাকা।
এবং এটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য স্মার্টফোন ব্র্যান্ড itel
এবং আমরা সব সময় জানি আইটেল আমাদেরকে সবসময়ই বেস্ট জিনিস প্রদান করে।
তাই এবার আইটেল বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের সমন্বয়ে একটি স্মার্টফোন নিয়ে এসেছে।
এবং এই ফোনটি লো বাজেটের মধ্যে অনেক বেশি সুবিধা দিতে সক্ষম।
ফোনটির নাম হচ্ছে Itel A23 pro
এই ফোনটি বর্তমানে দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।
Specifications
✅Network Dual 4G VoLTE
✅Display 5” Display
✅RAM | ROM 1GB | 8GB
✅ Battery 2400 mAh
✅ OS Android 10 (Go edition)
✅ Processor Quad Core 1.4 GHz
✅ Camera Rear 2MP , Front VGA
✅USP Face Unlock
এবং এই ফোনটি আপনারা কিনতে পারবেন শুধুমাত্র গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার থেকে।
এবং এই ফোনের সঙ্গে পাচ্ছেন গ্রামীনফোনের পক্ষ থেকে 12 জিবি ইন্টারনেট ডাটা একদম ফ্রি।
Zee5 ,বাইস্কোপ ,সিনেমাটিক পাস পাওয়া যাবে 30 দিনের জন্য ফ্রিতে।
এবং ২৯৯ টাকা রিচার্জে ১০ জিবি এবং ২০০ মিনিট টকটাইম পাওয়া যাবে 30 দিন মেয়াদে।
এবং ফোনের সঙ্গে থাকছে একবছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
তো যারা ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন।
আগেই বলে রাখছি এটি একটি নরমাল ফোন।
শুধুমাত্র নরমাল ইউজের জন্য এটি ব্যবহার করতে পারবেন।
যদি হেবি ইউজের কথা চিন্তা করেন তাহলে মাত্র ৪৯৯৯ টাকার ফোনে এটি শুধুমাত্র বিলাসিতা।
হেভি ইউজ করতে হলে কমপক্ষে 10 থেকে 12 হাজার টাকা দামের ফোন কিনতে হবে আপনাকে।
তো যাদের নরমাল ব্যবহার করার জন্য ফোন দরকার তারা এটি
চাইলে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এবং ট্রিক বিডির সাথেই থাকবেন।
যদি পোষ্টের যদি কোনো কথাও ভুল থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করবো।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে