হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে আসুস রগ এর ১৮ জিবি র্যাম এর গেমিং ফোন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
গেমিং এর জন্য বেস্ট স্মার্টফোনের নাম জিজ্ঞেস করা হলে সবচেয়ে উপরে ROG অর্থাৎ Republic Of Gamers আসে। টেক কোম্পানি ASUS ঊই সিরিজকে বিশেষ করে গেমিঙের জন্যই বানিয়েছে। ROG Phone 5 এর সফলতার পরে আজকে কোম্পানি আরো দুটি নতুন Gaming Phone লঞ্চ করেছে যা ASUS ROG Phone 5S আর ASUS ROG Phone 5s Pro নামের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে। এই দুটি ফোন আপাতত তাইবানে লঞ্চ হয়েছে যা 18GB RAM, 512GB Storage, snapdragon 888+ চিপসেট আর 6,000mAh Battery সাপোর্ট করে।
ASUS ROG Phone 5S আর 5s Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন্স
নিম্নে দুইটি ফোন এর ই স্পেসিফিকেশন্স দেওয়া হলো।
ডিসপ্লে
ASUS ROG Phone 5s কে 20.4:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2448 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.78 ইঞ্চির ফুলএইচডি+ ওএলইডি ডিসপ্লে সাপোর্ট করে। আবার 5s Pro তে ROG Vision Color PMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া আছে। দুটি মডেল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের 144 হার্টস রিফ্রেশরেট এবং 300 হার্টস টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনটি 111% DCI-P3, sRGB : 150.89%, 1000,000:1 কন্ট্রাস্ট রেশিও 10-bit HDR আর 1200nits ব্রাইটনেসের মতো ফিচার যুক্ত এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টেড।
আরো পড়ুনঃ Xiaomi Redmi Note 11S Price in Bangladesh Official/Unofficial 2022
প্রসেসর
ASUS ROG Phone 5S আর 5s Pro কে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা আরওজি ইউআই এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 888প্লাস দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 660 জিপিইউ সাপোর্ট করে। এই ফোনটিকে LPDDR5 RAM আর UFS 3.1 Storage টেকনিকের সাথে বাজারে আনা হয়েছে।
ফোটোগ্রাফি
ফোটোগ্রাফির জন্য এই নতুন আসুস ফোন ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইটের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.4 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.0 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য ASUS ROG Phone 5S আর 5s Pro এফ/2.0 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারী
ASUS ROG Phone 5S আর 5s Pro স্মার্টফোনকে কোম্পানির পক্ষ থেকে 6,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারীর সাথে বাজারে আনা হয়েছে। বড়ো ব্যাটারীকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনটিকে 65W HyperCharge ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত করা হয়েছে। এই ব্যাটারী up to 30W QC4.0 / PD3.0 ডায়রেক্ট চার্জ অ্যাডাপ্টারের সাথে কাজ করতে সক্ষম।
ASUS ROG Phone 5S and 5s Pro Price in bangladesh
ASUS ROG Phone 5s এর বেস ভেরিয়েন্ট 16 জিবি র্যাম মেমোরির সাথে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে যার দাম NT$ 29,990 অর্থাৎ প্রায় 79,990 টাকা। এইভাবেই ফোনের বড়ো ভেরিয়েন্ট NT$ 33,990 অর্থাৎ প্রায় 90,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে যার মধ্যে 18 জিবি র্যাম আর 512 জিবি স্টোরেজ দেওয়া আছে। আবার 5S Pro মডেলকে 18 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের সাথে NT$ 37,990 (প্রায় 1 লাখ টাকা) এর দামে লঞ্চ করা হয়েছে।
তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ রইলো। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।