Site icon Trickbd.com

৫ হাজার টাকার মধ্যে ৩ স্মার্টফোন

ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি পড়ালেখা ও বিনোদনের জন্য স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে। তবে ইচ্ছে থাকলেও সবার পক্ষে দামি স্মার্টফোন কেনা আর হয়ে ওঠে না। বাংলাদেশে কম দামেই পাওয়া যাচ্ছে ভালো মানের স্মার্টফোন। আজ দেখে নেওয়া যাক ৫ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ।

ওয়ালটন প্রিমো ই টুয়েলভ

ওয়ালটন প্রিমো ই টুয়েলভ

দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি ‘ওয়ালটন প্রিমো ই টুয়েলভ’ মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে। পাঁচ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। দামে কম হলেও মালি টি-৮২০ গ্রাফিক্স সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে এক গিগাবাইট র‍্যাম, আট গিগাবাইট ধারণক্ষমতা, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। সামনে–পেছনে দুই ও পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরাসহ স্মার্টফোনটিতে দুই হাজার মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তিনটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির রেজল্যুশন ৪৮০ বাই ৮৫৪ পিক্সেল। কিনতে গুনতে হবে ৪ হাজার ৪৯০ টাকা।

ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি পড়ালেখা ও বিনোদনের জন্য স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে। তবে ইচ্ছে থাকলেও সবার পক্ষে দামি স্মার্টফোন কেনা আর হয়ে ওঠে না। বাংলাদেশে কম দামেই পাওয়া যাচ্ছে ভালো মানের স্মার্টফোন। আজ দেখে নেওয়া যাক ৫ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ।

আইটেল এ২৩ প্রো

পাঁচ হাজার টাকার মধ্যেই অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ফোরজি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করছে আইটেল। পাঁচ ইঞ্চি স্ক্রিনের ‘আইটেল এ২৩ প্রো’ মডেলের স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি ফোরজি সিম ব্যবহার করা যায়। ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে আরও রয়েছে এক গিগাবাইট র‍্যাম এবং আট গিগাবাইট ধারণক্ষমতা, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। সামনে–পেছনে দুই ও ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে। দুটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৪ হাজার ৯৯০ টাকা।

 

ম্যাক্সিমাস পি৭ প্লাস

story-element">

কম দামে বড় স্ক্রিনের স্মার্টফোন বাজারজাত করছে ম্যাক্সিমাস। ৫.৪৫ ইঞ্চি স্ক্রিনের ‘ম্যাক্সিমাস পি৭ প্লাস’ মডেলের স্মার্টফোনটির রেজল্যুশন ৪৮০ বাই ৯৬০। ১.৩ গিগাহার্টজ কোয়াড–কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে এক গিগাবাইট র‍্যাম এবং আড়াই হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সামনে–পেছনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার স্মার্টফোনটির ধারণক্ষমতা আট গিগাবাইট, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড আট অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির দাম ৪ হাজার ৯০০ টাকা।